শেষ আপডেট: 8th January 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: সেনা ক্যাপ্টেনের মিথ্যা পরিচয় দিয়ে একের পর এক মহিলার সঙ্গে প্রেম। এরপর তাঁদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে অবশেষে গ্রেফতার ৪০ বছরের এক যুবক। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম হায়দার আলি, ওড়িশার বালাসোরের বাসিন্দা সে।
অভিযোগ, যুবক হার্তিক বেগলো নামে নিজের পরিচয় দিয়ে একাধিক মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করত। সবাইকেই বলত সে আর্মির একজন মেডিক্যাল অফিসার। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট খুলে সেনার পোশাক পরে একাধিক জাল ছবি আপলোড করত সে। যা দেখে অনেকেই তার প্রেমে পড়তেন বলে খবর। তারপর মহিলাদের ফাঁদে ফেলে তাঁদের থেকে টাকা নিয়ে চুপচাপ সরে যাওয়াই ছিল কাজ।
এভাবেই চলছিল হায়দারের খেলা। জানা গেছে, ওড়িশার বাসিন্দা হলেও সে অনান্য রাজ্যকেই টার্গেট করত। বিভিন্ন রাজ্যের মহিলাদের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করাই ছিল যুবকের নেশা ও পেশা। পাশাপাশি তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে অশ্লীল ছবি ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে টাকা আদায় করত। কিন্তু উত্তরপ্রদেশে ভুয়ো সেনার পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা তার বানচাল করে দেয় পুলিশ। লখনউ পুলিশ গ্রেফতার করে জেরা করতেই আসল সত্যি উগরে দেয় সে।
পরিষ্কার জানায়, মহিলাদের থেকে টাকা আদায় করতে নিজেকে সেনা আধিকারিকের পরিচয় দিত সে। পুলিশ জানিয়েছে, ইনস্টাগ্রামে একাধিক প্রোফাইল বানিয়ে মহিলার সঙ্গে প্রতারণা করেছে সে। সেই তালিকায় হায়দরাবাদ, কেরল, কর্নাটক, উত্তর প্রদেশের মতো জায়গা যেমন রয়েছে, তেমনই উঠে এসেছে বাংলার নামও।
ইনস্টাগ্রামে ইন্ডিয়ানকম্যান্ডোহারিক, আরমানবেগলো, আর্মি ৩৮৮৯ নামক একাধিক ভুয়ো প্রোফাইল থেকে সেনার পোশাক পরা ছবি আপলোড করত সে। নিজের এমন একটা প্রোফাইল তৈরি করে যেন সহজেই মহিলারা তাকে পছন্দ করেন।
সম্প্রতি লখনউয়ের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল সে। দিনকয়েক আগে টাকা চাওয়ায় সন্দেহ হয় মহিলার। এরপরি তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের ভহিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুবকের সবটাই মিথ্যে। এভাবেই একের পর এক মহিলাকে সর্বস্বান্ত করেছে সে। এরপর যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তের থেকে ভুয়ো পরিচয় পত্র-সহ একাধিক জাল নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট বন্দক করে দেওয়া হব্যেহে বলে খবর।