শেষ আপডেট: 3rd December 2023 12:10
দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে কংগ্রেস অনেকটাই পিছিয়ে পড়েছে। আগের বিধানসভা ভোটে এই তিন রাজ্যেই কংগ্রেস ক্ষমতা দখল করেছিল। পাঁচ বছর পর বিজেপি বদলা নিতে চলেছে। হাত শিবিরের জন্য একমাত্র সুখবর দক্ষিণের রাজ্য তেলেঙ্গানা।
দলীয় অঘটনের পাশাপাশি ব্যক্তিগত বিপর্যয়ের খবরও আসছে। তেলেঙ্গানার দু’বারের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কামারেডি এবং গজবেল, দুটি আসনেই পিছিয়ে পড়েছেন অনেকটাই। কামারেডিতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রদেশ কংগ্রেস সভাপতি রেভন্ত রেড্ডি।
কেসিআরের তিনবারের আসন কামারেডিতে পিছিয়ে পড়া ভারত রাষ্ট্র সমিতির জন্য খুবই বড় ধাক্কা। গজবেলেও মুখ্যমন্ত্রীর পিছিয়ে পড়াটাও প্রবল অস্বস্তির। সেখানেই এবার বেশি সময় দেন মুখ্যমন্ত্রী। মেয়ে কবিতাও এই আসনে বাবার জন্য ক্যাম্প করেছিলেন। বিআরএস আশা করছে শেষ পর্যন্ত গজবেল আসনটি বের করে নেবেন মুখ্যমন্ত্রী। তবে কেসিআর পুত্র কেটি রামারাও তাঁর আসনে ভাল মার্জিনেই এগিয়ে গিয়েছেন।
ওদিকে, ছত্তীসগড়ে কংগ্রেস অভাবনীয় হারের মুখোমুখি। সেই সঙ্গে দলের মুখ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর কেন্দ্র পাটানে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী বিজয় বাঘেলের কাছে। বিজেপির দুর্গের সাংসদ বিজয়কে প্রার্থী করেই দল ঘোষণা করেছিল ছত্তীসগড় বিজয়ের পাশাপাশি ভূপেশ বাঘেলকে হারানো তাদের লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ করতেই বাঘেলের ভাইপো বিজয়কে প্রার্থী করা হয়।
ছত্তীসগড়ে বাঘেলের পিছিয়ে পড়াই বড় চর্চার বিষয়। পাটন থেকে টানা পাঁচবারের বিধায়ক তিনি। অন্যদিকে, ছত্তীসগড়ের উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা টিএস সিংদেও এগিয়ে অম্বিকাপুর আসনে।
ছত্তীসগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেও বেশিরভাগ এক্সিট পোল এগিয়ে রেখেছিল কংগ্রেসকে। কিন্তু গণনার চার ঘণ্টা পরে পরিস্থিতি বিজেপির অনুকূলে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা রমন সিং দাবি করেছেন, তাঁরাই সরকার গড়ছেন। বলেছেন, কে মুখ্যমন্ত্রী হবেন ঠিক করবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।