শেষ আপডেট: 5th January 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম চার মাওবাদী। এই গুলির লড়াইয়ে এক নিরাপত্তা রক্ষী শহিদ হয়েছেন।
ছত্তীসগড়ের বস্তারের দক্ষিণ আবুজমাড এবং নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে শনিবার মাওবাদীদের ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। শনিবার সন্ধে থেকে শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেন নিরাপত্তা রক্ষীরা। তাতেই খতম হয় চার মাওবাদী।
বস্তার মাওবাদী প্রবণ এলাকা। দান্তেওয়াড়া ও নারায়ণপুরের এই সীমান্তে মাঝেমধ্যেই মাওবাদী কার্যকলাপের খবর পুলিশের কাছে আসে। তেমন ভাবেই শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অ্যান্টি মাওইস্ট অপারেশনের অধীন নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চার মাওবাদীকে খতম করা হয়। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ও অন্যান্য সেলফ লোডিং রাইফেল পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এলাকায় তল্লাশি চলছে।
প্রসঙ্গত ২০২৪ সালে ছত্তীসগড়ে ২০০-র বেশি জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তা রক্ষীরা। ২০২৬-এর মধ্যে ছত্তীসগড়ের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিদের পুরোপুরি উৎখাত করা হবে বলে লক্ষ্য নেওয়া হয়েছে।