নিট নিয়ে চলছে প্রতিবাদ - ফাইল ছবি
শেষ আপডেট: 21 July 2024 09:54
দ্য ওয়াল ব্যুরো: নিটকাণ্ডে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে। সেই নির্দেশ মেনে ফল প্রকাশ করা হয়েছে। তবে নতুন যে ফল বেরিয়েছে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কারণ দেখা গেছে, একটি এলাকারই বেশিরভাগ সেন্টারের পরীক্ষার্থীরা তালিকার শীর্ষে রয়েছে।
এনটিএ যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে, রাজস্থানের সিকরের ৫০টির মধ্যে ৩৭টি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নম্বর প্রাপ্তির তালিকায় রয়েছে। গোটা দেশের ২৩ লক্ষের বেশি নিট পরীক্ষার্থীর ফলাফলে দেখা গেছে, রাজস্থানের সিকরের থেকেই সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরা রয়েছে। ৩৭টি কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ৬৫০ বা তার ওপর স্কোর করেছেন।
এই বিষয়টি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। অনেকেই সিবিআই তদন্তের দাবি করেছেন। কারণ ৬৫০ বা তার ওপর নম্বর পাওয়া মানে সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ। তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেই অনেকের মত। তবে শুধু রাজস্থান নয়, বিহার, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যের একাধিক সেন্টার থেকেও এমন অভিযোগ আসছে।
পুনরায় নিট পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে অবশ্য এখনও ধন্দে আছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, নিটের প্রশ্নফাঁসের কারণে বড় পরিসরে যদি প্রভাব পড়ে তাহলেই একমাত্র পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে। প্রধান বিচারপতি বলেছেন, যদি এমন দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁসের জন্য পুরো পরীক্ষাই প্রভাবিত হয়েছে তখন নিট ইউজি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পাশাপাশি আবার পরীক্ষা করানোর কথা ভাবা যেতে পারে। পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে চাইছেন বলে আদালত সেই নির্দেশ দেবে, এমনটা হতে পারে না।
এদিকে শনিবারই নিট কাণ্ডে দুই ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করেছে সিবিআই। যে দু'জন ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে তারা রাজস্থানের ভরতপুরের একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করে। সিবিআই জানতে পেরেছে, প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড বলে যাকে ধরা হচ্ছে সেই পঙ্কজ কুমারের চুরি করা প্রশ্নপত্রের উত্তর লিখে দিয়েছিল এই দু'জন। এই গ্রেফতারির পর নিটকাণ্ডে মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১।