শেষ আপডেট: 21st May 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ঘাটকোপারের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। একটি বিমানের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩৬টি ফ্লেমিঙ্গো পাখির। এমিরেটস বিমানটি অবতরণ করার সময়েই এই দুর্ঘটনা ঘটে। আরও বেশ কয়েকটি ফ্লেমিঙ্গো পাখি জখম হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পরে তাকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয়।
এই দুর্ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩৬টি ফ্লেমিঙ্গো পাখির দেহ উদ্ধার করে। একই সঙ্গে আহত ফ্লেমিঙ্গোর খোঁজে তল্লাশি শুরু করেছে তাঁরা। 'ম্যানগ্রোভ প্রোটেকশন সেল'-এর রেঞ্জ ফরেস্ট অফিসার প্রশান্ত বাহাদুরের অভিযোগ, পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগার বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষই স্বীকার করে নিয়েছে। তবে তাঁরা সেখানে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তিনি এও জানান, ঘটনাটি রাত ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে ঘটেছিল এবং আমাদের দল রাত ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, অভয়ারণ্য এলাকার মধ্য দিয়ে নতুন বিদ্যুতের লাইন যাওয়ার পাখিদের বিভ্রান্তি বেড়েছে। সেই কারণেই উড়ন্ত অবস্থায় বিমানের ধাক্কা খাওয়ার মতো ঘটনা ঘটল। তাই এই কাজে অনুমতি দেওয়ার আগে কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল। এক্ষেত্রে বন্যপ্রাণী বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁরা বিদ্যুৎ সংস্থার কাছে 'আত্মসমর্পণ' করেছে বলেই দাবি। তবে এই ঘটনা আদতে কীভাবে ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এনজিও বনশক্তির পরিবেশবিদ ডি স্টালিন দাবি করেছেন, এনআরআই কমপ্লেক্স এলাকার জলাভূমি এবং টিএস চাণক্য হ্রদগুলি ফ্লেমিংগো পাখিদের আস্তানা। তবে গত মাস থেকেই নির্মাণকাজ হবে বলে সেখান থেকে পাখিদের তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছিল। তাঁর অনুমান, কারওর তাড়া খেয়েই ওই পাখিগুলি উড়ে যাচ্ছিল। সেই সময়েই বিমানের সঙ্গে তাদের ধাক্কা লাগে। যে বিমানটির সঙ্গে পাখিদের ধাক্কা লেগেছে তাতে ৩১০ জন যাত্রী ছিল বলে খবর। এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫০৮ বিমানটি রাত ৯টা ১৮ মিনিটে পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খায়।