শেষ আপডেট: 30th November 2023 14:59
দ্য ওয়াল ব্যুরো: সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল পাশ হয়েছে গত মাসে। নতুন সংসদ ভবনে সেটাই ছিল প্রথম বিল। যদিও সংসদে সংরক্ষণ কবে চালু হবে স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার।
এরই মধ্যে জম্মু কাশ্মীর বিধানসভায় এক তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।
৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে আসন সংরক্ষণের বিল পেশ করবেন বলে ঠিক আছে।
পুদুচেরি বিধানসভাতেও ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
জম্মু-কাশ্মীরে এবছর বিধানসভার ভোট হওয়ার কথা আছে। ২০১৯ এর ৫ অগাস্ট থেকে সেখানে বিধানসভা নেই। জম্মু কাশ্মীরের উপর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সময় বিধানসভা ভেঙে দেওয়া হয়। জম্মু কাশ্মীর থেকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করা হয় লাদাখকে। অন্যদিকে, জম্মু কাশ্মীরেরও রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়। লাদাখ আলাদা হওয়ার পর জম্মু কাশ্মীরে এখন বিধানসভার আসন সংখ্যা দাঁড়িয়েছে ৯০।