ভারত-পাকিস্তান উত্তেজনার (India-Pakistan Tension) আবহে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর (Airport) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার একটি বিবৃতি দিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) জানিয়ে দিল, ১২ মে থেকেই খুলে যাচ্ছে বিমানবন্দরগুলি।
ফাইল ছবি
শেষ আপডেট: 12 May 2025 13:20
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার (India-Pakistan Tension) আবহে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর (Airport) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার একটি বিবৃতি দিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) জানিয়ে দিল, ১২ মে থেকেই খুলে যাচ্ছে বিমানবন্দরগুলি।
এর আগে ১৫ মে পর্যন্ত বিমানবন্দরগুলি সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে কোনও উত্তেজনা না ছড়ানোয় নির্ধারিত সময়ের আগেই খুলে গেল শ্রীনগর, চণ্ডীগড় এবং অমৃতসর-সহ ৩২টি বিমানবন্দর।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। এর পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
শুক্রবারই সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তারই মাঝে শনিবার দিল্লি বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত ৬০টি অভ্যন্তরীণ উড়ান বাতিল হল। শুক্রবার দিল্লি বিমানবন্দরে বিভিন্ন বিমান সংস্থার মোট ১৩৮টি উড়ান বাতিল করা হয়েছিল। শনিবারও ভোর ৫টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দরে মোট ৬০টি উড়ান বাতিল করা হয়।
শনিবার বিকেল পাঁচটা যুদ্ধবিরতি কার্যকর হয় ভারত-পাকিস্তানে। ঘোষণার কয়েক ঘণ্টা পরেই একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ড্রোন ও বিস্ফোরণের খবর পাওয়া যায় জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে। তিন রাজ্যের অধিকাংশ শহরে ব্ল্যাক আউট করা হয়। রবিবার সকাল থেকে কোনও নতুন অশান্তির পরিস্থিতি তৈরি হয়নি।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে ৩২টি বিমানবন্দর খোলা রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, পাটিয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, জৈসলমের, জোধপুর, বিকানের, পঠানকোট, জম্মু, লেহ, জামনগর, পোরবন্দর, কান্দলা, ভূজ প্রভৃতি।