শেষ আপডেট: 5th November 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর রাস্তায় তরুণীকে পিষে মারল মদ্যপ যুবকের বিলাসবহুল গাড়ি। সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম ধনুশ। বয়স মাত্র কুড়ি বছর। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেঙ্গালুরুর কেনগেরি এলাকায় রাস্তা পেরচ্ছিলেন ৩০ বছর বয়সি সন্ধ্যা। তিনি দেখেশুনে এগোলেও আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে ধনুশ।
পুলিশ সূত্রে খবর, বছর কুড়ির যুবক মত্ত অবস্থায় মার্সডিজ বেঞ্জ চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করেও সুবিধা করে উঠতে পারেনি অভিযুক্ত। স্থানীয়রা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেধড়ক মারধরও করা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, অভিযুক্তর বাবার একটি বেসরকারি বাস ট্রাভেল কোম্পানি রয়েছে। সম্প্রতি তিনি মার্সিডিজ কিনেছিলেন। শনিবার রাতে বাবার অনুমতি না নিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে বন্ধুদের সঙ্গে মদ খায় সে।
এরপর মদ্যপ অবস্থায় বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করতেই বাধে গণ্ডগোল। মাইসুরু রোডে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কেনগেরি এলাকায় তরুণীকে সজোরে ধাক্কা মারে মার্সিডিজ।