শেষ আপডেট: 12th April 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কিশ্তওয়ার জেলায় (Kishtwar district) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন পাকিস্তানি জঙ্গি (Pakistani terrorist) নিগত হয়েছে। নিহতদের একজন জইশ-ই মহম্মদ (Jaish-e-Mohammad) জঙ্গি গোষ্ঠীর কমান্ডার শইফুল্লাহ। বাকি দুই জঙ্গির নাম ফারমান ও বাশা। ওই দু’জনও জইশের সদস্য।
সংঘর্ষ ঘটে কিশ্তওয়ার জেলার নাইদগাম অরণ্যের (Naidgam forest) ছাত্রু এলাকায়। নিরাপত্তা বাহিনী সুত্রে জানানো হয়েছে, নিহতদের নামে পাঁচ লাখ টাকা করে ইনাম ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে তিন জঙ্গি জঙ্গলের গ্রামগুলিতে আশ্রয় নিয়ে নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছিল।
জম্মু-কাশ্মীর পুলিশের একজন পদস্থ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে নতুন করে অপারেশন শুরু হলে এক জঙ্গি নিহত হয়। বাকি দু’জন লড়াই চালিয়ে যাচ্ছিল। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’জনই নিহত হয়। অভিযানে সেনা বাহিনী, আধা সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কমান্ডোরা অংশ নেয়। নিরাপত্তা বাহিনী সুত্র জানানো হয়েছে, অভিযানে বিশেষ ভূমিকা পালন করে সেনা হেলিকপ্টার। কপ্টার থেকে বিশেষ ক্যামেরার সাহাযে জঙ্গলের মধ্যে জঙ্গিদের চিহ্নিত করা হয়।
নিরাপত্তা বাহিনীর কাছে খরব, পাকিস্তানি জঙ্গিদের বড় একটা দল জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। মনে করা হচ্ছে, শীত বিদায় নেওয়ার সময় সীমান্ত পেরিয়েছে জঙ্গিরা। তারা একাধিক জেলায় এক সঙ্গে হামলার প্রস্তুতি নিয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনী বহু জঙ্গিকে হত্যা এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত মাসের গোড়া থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে জম্মু-কাশ্মীরে।