শেষ আপডেট: 9th January 2025 21:45
দ্য ওয়াল ব্যুরো: অসমের পার্বত্য জেলা ডিমা হাসাও-এর অবৈধ কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে নৌ বাহিনী, সেনা বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা।
গত পরশুই জানা গেছিল, মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। তাঁদের দেহ ভেসে থাকতেও দেখেছিলেন উদ্ধারকারীরা। ৯ জন শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ৬ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার ডুবুরি দল খনিতে ভেসে থাকা এক শ্রমিকের দেহ উদ্ধারে নামলে সেখানে আরও আটজন আটকে রয়েছেন বলে জানায়। ইতিমধ্যেই নৌসেনার প্রশিক্ষিত দল তাঁদের উদ্ধার কাজে নেমেছে। তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি প্রশাসন।
পরিস্থিতি এতটাই খারাপ কিছু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না। অনুমান করে এগোলেও তাঁদের কোনও নাগাল পাওয়া যাচ্ছে না। সোমবার দুপুরের পর থেকে দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে পুলিশ, দমকল, রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যেতে খনির বাইরেই প্রস্তুত রাখা হয়েছে সেনার হেলিকপ্টার।
তবে নৌসেনার বিশেষ দল নিয়ে আসার আলো দেখতে পাচ্ছেন স্থানীয়রা। কারণ বিশাখাপত্তনম থেকে আসা ওই দলে এক আধিকারিক ও ১১ জন নাবিক রয়েছেন। অতি জটিল উদ্ধার অভিযানের প্রশিক্ষণপ্রাপ্ত সকলেই। তাছাড়া ডাইভিংয়ের নানা আধুনিক সরঞ্জাম ও রিমোটে চলা, চালকহীন ভেহিকেল বা (আরওভি)-ও নিয়ে আসা হয়েছে।