শেষ আপডেট: 3rd January 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের সাধারণতন্ত্র দিবসে তিরঙ্গা যাত্রায় চন্দন গুপ্তা খুনে ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। শুক্রবার বিশেষ এনআইএ আদালতে ৩০ জন অভিযুক্তের মধ্যে ২৮ জনকে যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করা হয়। উল্লেখ্য, উত্তরপ্রদেশের কাসগঞ্জে সাম্প্রদায়িক ঝামেলায় চন্দন গুপ্তা খুন হন। জেলার সরকারি কৌঁসুলি মনোজ ত্রিপাঠী বলেন, অতিরিক্ত দায়রা বিচারক বিবেকানন্দশরণ ত্রিপাঠীর এনআইএ আদালত ২৮ জনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে শুক্রবার।
প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার বিশেষ আদালত এই ২৮ জনকে দোষী সাব্যস্ত করে। মোট ৩০ জন অভিযুক্তের মধ্যে নাসিরুদ্দিন ও আসিম কুরেশিকে আদালত বেকসুর খালাস দিয়েছে। ২০১৮ সালের ২৬ জানুয়ারি খুন হয়েছিলেন চন্দন গুপ্তা। ওইদিন বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। প্রচুর সংখ্যায় মোটরবাইক নিয়ে তরুণ-যুবকের দল জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা নিয়ে বাইক মিছিলে বেরিয়েছিল।
কাসগঞ্জ শহরের ওই মিছিল মুসলিম অধ্যুষিত বদৌননগর এলাকায় ঢুকে পড়ে। যদিও পুলিশ ওই মিছিলকে ওই এলাকায় ঢুকতে নিষেধ করেছিল। তারপরেই মহল্লার লোকেদের সঙ্গে গেরুয়াপন্থীদের ব্যাপক ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় জড়িয়ে পড়েন এবিভিপি সদস্য চন্দন গুপ্তা। তাঁর গায়ে এসে গুলি লাগে। চন্দনের মৃত্যুতে গন্ডগোল আরও বিস্তৃত আকার নেয়। তিনটি দোকান, দুটি বাস ও একটা গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। উত্তেজনা কমাতে জেলা প্রশাসন সাতদিন কার্ফু জারি করে রাখে।