শেষ আপডেট: 16th April 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলাকেই ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে "মোড় ঘোরানো মুহূর্ত" বলে বর্ণনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার গুজরাটের চারোতার বিশ্ববিদ্যালয়ে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন, ওই ঘটনার পরই ভারতের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল একযোগে সিদ্ধান্ত নেয়, এমন প্ররোচনা আর সহ্য করা যাবে না।
বিদেশমন্ত্রী বলেন, "ভারত বদলেছে। আফসোস, আমি বলতে পারছি না পাকিস্তান বদলেছে। তারা এখনও তাদের পুরনো খারাপ অভ্যাসেই চলছে। ভারতের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিই ওদের পদ্ধতি। ২৬/১১-র পর থেকেই ভারত এ ধরনের আচরণ আর মেনে নেবে না, এটাই জনমতের স্পষ্ট বার্তা ছিল।"
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আসা ১০ জন জঙ্গি মুম্বইয়ে একযোগে হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা এই নৃশংস হামলা গোটা দেশকে নাড়িয়ে দেয়। জয়শঙ্করের কথায়, তৎকালীন সরকারের (ইউপিএ) প্রতিক্রিয়া হয়তো জনমতকে পুরোপুরি প্রতিফলিত করেনি। তবে ২০১৪ সালের পর নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দেয়— সন্ত্রাসবাদের চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, “আমরা আজ প্রযুক্তির পরিচয় বহন করি, ওরা বহন করে সন্ত্রাসবাদের ব্র্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে কথা না বলার কারণ— তাদের জন্য আমাদের মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। সন্ত্রাসবাদ হলে আমরা জবাব দেব, কিন্তু অহেতুক সময় নষ্ট করব না।” আফগানিস্তানে মার্কিন বাহিনী উপস্থিত থাকাকালীন পাকিস্তান দ্বৈতনীতি নিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর মতে, সন্ত্রাসবাদকে ব্যবহার করে যে পরিকাঠামো তারা তৈরি করেছিল, সেই ব্যবস্থাই এখন উলটে তাদের দিকেই ফিরে এসেছে। ভারত-চিন সম্পর্ক নিয়েও বক্তব্য রাখেন জয়শঙ্কর। তিনি বলেন, ২০২০ সালে গালওয়ানে সংঘর্ষের সময় প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া ছিল সুস্পষ্ট ও বলিষ্ঠ— যা নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক দৃঢ়তার পরিচয় দেয়।'