শেষ আপডেট: 27th December 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শুক্রবার ঘটনার আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই এল খারাপ খবর। চিকিৎসা চলাকালীন মৃত্যু হল উত্তরপ্রদেশের বাগপাতের বাসিন্দা জিতেন্দ্রর।
বুধবার, ২৫ ডিসেম্বর দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়া অবস্থায় আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে চিকিৎসা চলাকালীন জিতেন্দ্রর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
চিকিৎসকদের মতে, জিতেন্দ্রর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছিল। শুক্রবার ভোররাত ২.২৩ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। মূলত পুড়ে যাওয়ার কারণে শ্বাসকষ্টের জেরে এমন মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যে ময়নাতদন্তের পর পরিবারের হাতে যুবকের দেহ তুলে দেওয়া হয়েছে।
সূত্র মারফৎ জানা গেছে, ২৫ ডিসেম্বর সংসদ ভবন এলাকার একটি পার্কে ওই যুবক গায়ে আগুন দিয়েছিলেন। তারপর সংসদ ভবনের দিকে ওই অবস্থাতেই ছুটে আসেন। পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতির সামাল দেন।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই যুবকের পারিবারিক কোনও সমস্যা ছিল। তার কারণে মানসিক অবসাদে ভুগে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।