শেষ আপডেট: 13th March 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: রং মাখাতে (Holi) মরিয়া বন্ধুরা। কিন্তু রাজি হননি যুবক। কিন্তু নাছোড়বান্দা তাঁর বন্ধুরা। জোরজবস্তি করে রং দিতে গেলে বচসা তৈরি হয়। শেষমেশ না পেরে রাগের চোটে যুবককে খুনই (Murder) করে ফেললেন তাঁর তিন বন্ধু। এমনই অভিযোগ উঠেছে রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায়।
বুধবার সন্ধেবেলা রালওয়াস গ্রামের ঘটনা। বছর ২৫-এর তিন বন্ধু অশোক, বাবলু এবং কালুরাম স্থানীয় একটি গ্রন্থাগারে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির পড়া করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ আগরওয়াল জানিয়েছেন, মাঝে সেখানে যোগ দেন তাঁদেরই বন্ধু হংসরাজ। পড়া শেষ হতেই অশোক, বাবলু এবং কালুরাম হংসরাজের গায়ে রং দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। কিন্তু রং মাখতে অস্বীকার করেন হংসরাজ। যে কারণে খাপ্পা হয়ে ওঠেন তাঁরা।
অভিযোগ, হংসরাজ তাঁদের কথা না শোনায় মারধর শুরু করেন ওই তিনজন। প্রথমে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় হংসরাজকে। সেই অবস্থায় বেল্ট দিয়ে মারতে মারতে তিনজনের একজন ওই যুবককে শ্বাসরোধ করে খুন করেন।
সবটা জানার পরপরই মৃত ছেলের দেহ নিয়ে ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। রাত ১টা পর্যন্ত এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পুলিশ ওই তিনজনকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায় রাস্তা থেকে। যদিও এখনও অবধি কাউকেই পাকড়াও করা হয়নি।