Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Youth Died After Drinking 5 Bottle Liquor

বাজি লড়ে ঢকঢক করে ৫ বোতল মদ খেলেন যুবক, আট দিনের সন্তান রেখে চলে গেলেন না ফেরার দেশে

বন্ধুদের সামনে কার্তিক দাবি করেছিলেন তিনি জল না মিশিয়ে একাই পাঁচ বোতল মদ খেতে করতে পারেন।

বাজি লড়ে ঢকঢক করে ৫ বোতল মদ খেলেন যুবক, আট দিনের সন্তান রেখে চলে গেলেন না ফেরার দেশে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 1 May 2025 06:16

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে বাজি লড়ে ঢকঢক করে ৫ বোতল মদ খেয়ে মৃত্যু হল এক যুবকের। ১০ হাজার টাকার জন্য অকালে চলে গেল তরতাজা প্রাণ। ঘটনাটি কর্নাটকের। মৃতের নাম কার্তিক (২১)। 

পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধু ভেঙ্কট রেড্ডি, সুব্রমানি এবং আরও তিনজনের সামনে কার্তিক দাবি করেছিলেন তিনি জল না মিশিয়ে একাই পাঁচ বোতল মদ খেতে করতে পারেন। এই কথা শুনে ভেঙ্কট রেড্ডি তাঁকে এই কাজ করে দেখানোর চ্যালেঞ্জ দেন। বদলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করেন। 

চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেন কার্তিক। একসঙ্গে কিছু না মিশিয়ে পাঁচ বোতল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। কোলার জেলার মুলবাগল এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়।

ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। এই ঘটনার মাত্র আটদিন আগে তাঁর একটি মেয়ে হয়েছে। ফলে পরিবারের সদস্যরা কার্যত দিশেহারা। 

এপর্যন্ত এই ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নাঙ্গালি থানায়। ভেঙ্কট রেড্ডি ও সুব্রমানিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২৬ লক্ষ মানুষ মদ্যপানের কারণে প্রাণ হারান, যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর ৪.৭ শতাংশ। হু আরও জানায়, 'নিরাপদ' মাত্রায় মদ্যপান বলে কিছু হয় না। মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর।

২০২৩ সালের একটি রিপোর্টে বলা হয়, 'যদি এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যেত যা দেখাত যে একটি নির্দিষ্ট মাত্রার নীচে মদ্যপান করলে শরীরে কোনও রোগ বা সমস্যার ঝুঁকি থাকে না, তবে 'নিরাপদ' মাত্রা নির্ধারণ করা সম্ভব হত। কিন্তু বর্তমানে পাওয়া বিভিন্ন তথ্য থেকে বোঝা যায়, অ্যালকোহলের কার্সিনোজেনিক (ক্যানসারসৃষ্টিকারী) প্রভাবের কোনও নির্দিষ্ট সীমা নেই – অর্থাৎ এক ফোঁটাও শরীরের ক্ষতি করতে পারে।'

রিপোর্টে আরও বলা হয়েছে, 'যদিও কখনও কখনও হালকা বা পরিমিত মদ্যপান হৃদ্‌রোগ বা টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু উপকারের সম্ভাবনা দেখা যায়, তবে সেই সম্ভাব্য উপকারিতাগুলি কখনই ক্যানসারের ঝুঁকিকে ছাপিয়ে যেতে পারে না।'

WHO-এর ইউরোপীয় অঞ্চলের অ্যালকোহল ও নিষিদ্ধ মাদক বিষয়ক আঞ্চলিক পরামর্শদাতা ডঃ ক্যারিনা ফেরেইরা-বোর্গেসের দাবি, 'আমরা কোনও মাত্রাকেই 'নিরাপদ' বলতে পারি না। আপনি যতই কম খান না কেন, প্রথম ফোঁটা থেকেই স্বাস্থ্যের ঝুঁকি শুরু হয়। যত বেশি আপনি মদ্যপান করবেন, তত বেশি ক্ষতি হবে অর্থাৎ যত কম মদ্যপান, ততটাই নিরাপদ।'

এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিনা কারণে জীবনের সঙ্গে বাজি ধরা কতটা বিপজ্জনক হতে পারে যেকারও পক্ষে।


ভিডিও স্টোরি