শেষ আপডেট: 22nd January 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার দায়িত্ব নিয়েই বহু দেশকে চিন্তায় ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক মহল মনে করছে ট্রাম্পের নীতিতে বড় বিপদে পড়তে চলছে ভারত ও বাংলাদেশ। দুই দেশের মার্কিন নির্ভরতা বহু দেশের তুলনায় অনেক বেশি।
সরকারি সুত্রের খবর, ট্রাম্পের ঘোষণার পরেই বিপাকে পড়েছেন প্রায় কুড়ি হাজার ভারতীয় ছাত্র। তাদের আমেরিকায় থাকার পর্যাপ্ত নথিপত্র নেই। বিগত বাইডেন প্রশাসন তাদের থাকার অনুমতি দিয়েছিল উচ্চশিক্ষার স্বার্থে।
ট্রাম্প মঙ্গলবার শপথ নেওয়ার দিনেই পূর্ব ঘোষণা মতো একশোটি এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করেছেন। তারমধ্যে অভিভাসন সংক্রান্ত নয়া নীতিটি ভয়ঙ্কর বলে মনে করছে গোটা বিশ্ব।
ভারত ও বাংলাদেশের বাড়তি চিন্তার কারণ উচ্চশিক্ষা এবং চাকরির জন্য এই দুই দেশের অন্যতম গন্তব্য আমেরিকা। সে দেশে পড়াশুনার জন্য সবচেয়ে বেশি ছাত্রছাত্রী যায় ভারত থেকে, বছরে তা প্রায় তিন লাখ। নয়া অভিবাসন নীতি অনুযায়ী আগামী দিনে এই ক্ষেত্রে কঠোর বিধি বলবৎ করবে ট্রাম্প প্রশাসন।
অন্যদিকে, ট্রাম্পকে নিয়ে বাংলাদেশের চিন্তার কারণ রেমিট্যান্স বা বিদেশে কর্মরত বাংলাদেশিদের আয় যা তারা প্রতিমাসে দেশে পাঠায়। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ রেমিট্যান্স। ট্রাম্পের নয়া নীতিতে আমেরিকা ছাড়তে হতে পারে বহু বাংলাদেশিকে। আগামী দিনে কাজের সন্ধানে আমেরিকা যাওয়াও সহজ হবে না।
বাংলাদেশের তৈরি পোশাক বা গারমেন্ট শিল্পের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আমেরিকা প্রথম নীতিতে তৈরি পোশাক তৈরিতে কোপ পড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য ও টেক্সটাইল মন্ত্রণালয়ের।