শেষ আপডেট: 17th February 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির নীচে দিয়ে যাচ্ছিল একটি বরযাত্রীর প্রসেশন। বারান্দায় দাঁড়িয়ে আর পাঁচটা মানুষের মতো দেখছিলেন বিকাশ শর্মা। সঙ্গে ছিল তাঁর আড়াই বছরের ছেলে। কিছু বুঝে ওঠার আগেই গুলি লাগল ওই খুদের মাথায়। প্রাণ গেল নিমেষেই।
নয়ডার আগাপুর এলাকায় রবিবার রাত ১০টা নাগাদ ওই প্রসেশনটি যাচ্ছিল। বিয়ে বলে কথা, উদযাপন তো হবেই। উদযাপন সূত্রেই শূন্যে গুলি ছোড়া হয়। গুলি গিয়ে লাগে বছর আড়াইয়ের ওই শিশুর।
তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এনিয়ে ডিসিপি রাম বদন সিং বলেন, 'ওই বরযাত্রীতে উপস্থিত ছিলেন হ্যাপি নামের এক যুবক। তিনি বরের গ্রামের লোক বলে নিজেকে পরিচয় দিয়েছেন। তাঁর বন্দুক থেকেই গুলিটি লাগে।'
এমন ঘটনা কার্যত মেনে নিতে পারছে না ওই শিশুর পরিবারের লোকজন। কঠোর শাস্তির দাবি পুলিশের কাছে জানিয়েছেন তাঁরা।