শেষ আপডেট: 14th September 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: একদশক বাদে চলতি মাসেই বিধানসভা ভোট হতে চলেছে জম্মু কাশ্মীরে। তার আগে জঙ্গি কার্যকলাপে নতুন করে উত্তপ্ত ভূস্বর্গ। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শনিবারই প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীর যাচ্ছেন বিধানসভা ভোটের প্রচারে।
শুক্রবার রাতভর গুলির লড়াইয়ে কিস্তওয়ারে নিহত হয়েছেন ২ জন জওয়ান। গুরুতর জখম আরও দুই জওয়ানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অন্যদিকে কাঠুয়ায় একটি এনকাউন্টারে সেনার গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গিরও। পরে আরও এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এক বিবৃতিতে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে কিস্তওয়ারে চাতরুতে একটি যৌথ অভিযান শুরু হয়েছিল। সেখানেই টানা গুলির লড়াইয়ে দুই সেনা নিহত হয়। এর আগে জুলাই মাসে এই এলাকাতেই জঙ্গিদের গুলিতে একজন অফিসার সহ চারজন জওয়ান নিহত হয়েছিলেন।
ঘটনার পরই সমগ্র এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন সেনা জওয়ানরা। সূত্রের খবর, শনিবার সকালেও অভিযান অব্যহত রয়েছে। এখনও চলছে গুলির লড়াই।
২০১৪ সালের পর ফের জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা ভোট। চলতি মাসের ১৮ তারিখ প্রথম দফা ভোট হবে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগামের ১৬টি আসনে। আগামী ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভোট হবে জম্মু, কাঠুয়া এবং সাম্বা জেলায়। তার আগে জঙ্গি হানায় নতুন করে উত্তপ্ত জম্মুর-কাশ্মীর।