শেষ আপডেট: 26th March 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় (Maha Kumbh Stampede) ৩০ জনের মৃত্যু হয়েছিল। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। কিন্তু অভিযোগ, ঘটনার ২ মাস কেটে গেলেও এখনও বহু পরিবার এই টাকা পাননি। কবে পাবেন, সেই খবরও কারও কাছে নেই। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে তাঁদের মধ্যে।
পদপিষ্টের ঘটনার পর একাধিক পরিবারের অভিযোগ ছিল তাঁরা যোগী প্রশাসনের থেকে ঠিকমতো সাহায্য পাচ্ছেন না। ভিনরাজ্যের একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল এই ঘটনায়। তাঁদের পরিবারেরও অভিযোগ ছিল, ন্যূনতম নথিও দিতে পারেনি সে রাজ্যের সরকার। চিরকুট লিখে দেহ পাঠানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এবার ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ না পাওয়ার দাবিতে শোরগোল।
যে ৩০ জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারের অধিকাংশ সদস্যের দাবি, তাঁরা বারবার বলা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পাননি। এদিকে কিছু পরিবার জানিয়েছে, তাঁরা শুধুমাত্র ৫ লক্ষ টাকা পেয়েছেন। বাকি টাকা কবে পাবেন, আদৌ পাবেন কিনা, তা জানানো হয়নি তাঁদের। এদিকে এই অভিযোগ উঠতেই যোগী প্রশাসনের তরফে বলা হয়েছে, প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র মৃতদের পরিবারগুলির অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠিয়েছেন। প্রয়োজনে নথি-সহ পরিবারগুলি যোগাযোগ করতে পারে।
আদতে পদপিষ্টের ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দ রয়েছে। কারণ বেসরকারি তথ্য অনুযায়ী ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে যা পরিস্থিতি তাতে যোগী সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ এখনও মৃতদের একটি তালিকা প্রকাশ করতেই পারেনি সরকার।
গত ২৯ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভের মৌনী অমাবস্যা স্নানের দিনে সঙ্গম ঘাটে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান। বিষয়টি নিয়ে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা সরকার দ্রুত নিয়ন্ত্রণ করেছিল এবং গুজব বা আতঙ্ক ছড়ানোর সুযোগ দেওয়া হয়নি। এও জানান, গভীর রাতে ৪ কোটির বেশি মানুষ মেলায় থাকা সত্ত্বেও মাত্র ১৫ মিনিটের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে গ্রিন করিডর তৈরি করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল।