শেষ আপডেট: 16th April 2024 09:13
দ্য ওয়াল ব্যুরো: ফুরিয়ে আসছিল বিমানের জ্বালানি। আর মাত্র ২মিনিট দেরি হলেই আকাশে শেষ হয়ে যেত বিমানের জ্বালানি! সেক্ষেত্রে ইন্ডিগোর যাত্রাবাহী বিমানে বড়সড় অঘটন ঘটতে পারত বলে মনে করেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) সতীশ কুমার।
টুইটে এমনই বিস্ফোরক দাবি করেছেন এই পুলিশ কর্তা। ডেপুটি কমিশনারের অভিযোগ, "খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট গন্তব্যে ইন্ডিগোর বিমান নামতে পারেনি। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে অনেক সময় নষ্ট করেছেন বিমান কর্তৃপক্ষ।"
তিনি দাবি করেছেন, "বিমান কর্মীদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি, আর মাত্র ২ মিনিট দেরি হলে আকাশেই ফুরিয়ে যেত বিমানের জ্বালানি!" যদিও ইন্ডিগোর তরফে অবশ্য পুলিশ কর্তার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
১৩ এপ্রিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই ২৭০২ অযোধ্যা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর ৩টে ২৫ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে অযোধ্যা থেকে রওনা দেয়। দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ৪টে ১৫ মিনিট নাগাদ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে পাইলট বিমানটিকে নিয়ে আকাশে চক্কর কাটতে থাকেন। শেষ পর্যন্ত ৬টা ১০ মিনিটে বিমানটি চণ্ডীগড় বিমান বন্দরে অবতরণ করে।
Had a harrowing experience yesterday with @IndiGo6E Flight No. 6E2702 from Ayodhya to Delhi. Scheduled departure time 3:25 p.m. and schedule arrival time 4:30 p.m.
— Satish Kumar (@CopSatish499) April 14, 2024
Around 4:15 p.m. the pilot announced that there’s bad weather at @DelhiAirport. and assured that the plane has 45…
টুইটে পুলিশ কর্তা লিখেছেন, "বিমান কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গন্তব্য পথের দ্বিগুণ জ্বালানি ছিল বিমানটিতে। পাইলট দুবার অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা করতে পারেননি এবং পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে অনেক সময় নষ্ট করেছেন। ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।"
তাঁর কথায়, "বিমানে ৪৫ মিনিট চলার মতো জ্বালানি রয়েছে ঘোষণা করার পরও বিমানটি ১১৫ মিনিট আকাশে চক্কর কেটেছিল। এটি যাত্রীদের জন্য অগ্নিপরীক্ষা ছিল। অবতরণের পর বিমানটিতে আর মাত্র ২ মিনিটের মতো জ্বালানি ছিল!"
পুলিশ কর্তার এমন টুইট ঘিরে শোরগোল তৈরি হয়েছে। যদিও এব্যাপারে চণ্ডিগড়ের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।