শেষ আপডেট: 1st November 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় ভিন রাজ্যের দুই শ্রমিক।
শুক্রবার বুদগামে উত্তর প্রদেশের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। গুলিবিদ্ধ ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে সেনা। এই মুহূর্তে গুলিবিদ্ধ দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই নিয়ে গত দু'সপ্তাহে কাশ্মীরে শ্রমিকদের ওপর চারবার হামলা চালাল জঙ্গিরা। এদিন জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন উসমান মালিক (২০) এবং সোফিয়ান (২৫) নামে দুই শ্রমিক।
এর আগে গত ২০ অক্টোবর গান্ডেরওয়াল জেলার একটি টানেল নির্মাণের জায়গায় বিহারের স্থানীয় ডাক্তার এবং দুই শ্রমিক সহ সাতজনকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। যে দু'জন জঙ্গি হামলা চালিয়েছিল তাদের মধ্যে একজন পাকিস্তান থেকে এসেছে বলে সূত্রের দাবি।
ওই ঘটনার পর গত বৃহস্পতিবার গুলমার্গ অঞ্চলে সেনার ওপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাতে দুই সেনার মৃত্যু হয়েছিল। সেনার গুলিতে মৃত্যু হয়েছিল দুই জঙ্গিরও। একের পর এক জঙ্গি হামলায় ইতিমধ্যে উপত্যকার নিরাপত্তা আরও জোরদার করেছে সেনা।