শেষ আপডেট: 3rd January 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: তারস্বরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন। তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা কে জানত! বছরের শেষ দিনে (New Year) পৃথক ঘটনায় পিটিয়ে মারা হল দুই ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। পশ্চিম দিল্লির রোহিনী ও মুম্বাইয়ের থানের কাশ্মীরা এলাকার ঘটনা।
বর্ষশেষের রাতে দেশের অন্যান্য প্রান্তের মতোই সেজে উঠেছিল দিল্লি। হোটেল, রেস্তোরাঁর পাশাপাশি বিভিন্ন জায়গায় মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। অনেকে আবার রাস্তাতেই মধ্যরাত পর্যন্ত তারস্বরে গান বাজিয়ে আনন্দে মেতে ওঠেন। কিন্তু সেই আনন্দে বাধা দেওয়ার কারণে পিটিয়ে মারা হল দিল্লির রোহিনী এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ধর্মেন্দ্র (৪০)।
অভিযোগ, রাত ১২টার পরে গান বন্ধ না হওয়ায় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ধর্মেন্দ্রকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। এরপর মধ্যরাত ১টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেখানে গেলেও লাভ হয়নি কিছুই, ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় মামলা দায়ের হতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ অভিযুক্ত প্রতিবেশী পীযূষ তিওয়ারি (২১) এবং তার ভাই কপিলকে (২৬) গ্রেফতার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধর্মেন্দ্র জোরে গান চালানোর প্রতিবাদ করাতেই তাঁকে পিটিয়ে খুন করা হল।
অন্যদিকে, মুম্বইয়ের ঠাণের কাশ্মীরা এলাকায় তারস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় দুই ব্যক্তিকে বেধড়ক পেটানো হয় বলে খবর। ৩১ ডিসেম্বর রাতে বছরের শেষ দিনে স্থানীয় একটি আবাসনে দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাজা পারিয়ার (২৪) ও বিপুল রাই নামে দু'জনকে ওই কমপ্লেক্সের বাসিন্দারা মারধর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে মারা যান রাজ। অন্যদিকে বিপুল এখনও হাসপাতাল চিকিৎসাধীন।
কাশ্মীরা থানা সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।