শেষ আপডেট: 13th September 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা মামলায় শুক্রবার জামিন পেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ ছয় মাস পর দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করলেও সিবিআইয়ের তাঁকে গ্রেফতারির কারণ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন তাঁরা।
বিচারপতি সূর্যকান্ত মনে করেন, সিবিআইয়ের গ্রেফতারির সিদ্ধান্তে কোনও ক্রটি ছিল না। দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি ছিল। অন্যদিকে, বিচারপতি ভুঁইয়া প্রশ্ন তুলেছেন, কেন মদকাণ্ডের তদন্ত শুরুর ২২ মাস পর সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল। প্রসঙ্গত, মদকাণ্ড অর্থাৎ মদ বিক্রির ডিলারশিপ দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে প্রথম মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেআইনি আর্থিক লেনদেনের মামলায় কেজরিওয়ালকে হেফাজতে নেয়।
বিচারপতি ভুঁইয়ার অভিমত ইডির মামলায় কেজরিওয়াল জামিন পেতে চলেছেন বুঝেই সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল, এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার যথেষ্ট কারণ আছে। এ প্রশ্ন ওঠা স্বাভাবিক যে মামলা করার পর ২২ মাস তারা কেন গ্রেফতার করেনি দিল্লির মুখ্যমন্ত্রীকে।
এই প্রসঙ্গেই সিবিআই সম্পর্কে খাঁচা বন্দি তোতাপাখির প্রসঙ্গ টানেন বিচারপতি ভুঁইয়া। অতীতে একাধিক মামলায় শীর্ষ আদালত সিবিআইকে কেন্দ্রীয় সরকারের খাঁচায় বন্দি তোতা বলে সতর্ক করেছে। বিচারপতি ভুঁইয়া বলেন, সিবিআইয়ের উচিত এমনভাবে কাজ করা যাতে কেউ তাদের খাঁচা বন্দি তোতা মনে না করে।