শেষ আপডেট: 2nd November 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই পাক জঙ্গি। শনিবার অনন্তনাগের হলকান গলি এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেখানেই দুই জঙ্গির মৃত্যু হয়েছে দুই জঙ্গির। শনিবার সকাল থেকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে শ্রীনগরের খানিয়া এলাকাতেও। শেষ পাওয়া খবর এই যে, সেখানে এখনও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে।
প্রায় দশ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে। তার পরেও অশান্ত উপত্যকা। গতকাল শুক্রবার দু'জন পরিযায়ী শ্রমিককে গুলি করে মারে জঙ্গিরা। তার পরই যৌথ জঙ্গিদমন অভিযানে নামে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে জঙ্গিদের লুকিয়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।
গত ২৪ তারিখ গুলমার্গে সেনার গাড়িতে হামলা হয়েছিল। ভারতীয় সেনার ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনায় দুই জওয়ান শহিদ হন। পাশাপাশি দুই সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছিল। মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম রয়েছে।
এই ঘটনারও আগে সোনমার্গে এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক খুন হয়। শ্রমিকদের থাকার জন্য যে তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল সেখানেই জঙ্গিরা হামলা করে। গত ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা।