শেষ আপডেট: 24th October 2024 23:56
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের গুলমার্গে সেনার গাড়িতে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় ২ জন জওয়ান শহিদ হয়েছেন, দু'জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে হামলা চালান হয় বলে খবর। চারজন জওয়ান গুরুতর হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
সেনা সূত্রে খবর, এলওসি থেকে ৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। জওয়ানদের নিয়ে গাড়িটি বোটপাট্রি থেকে রওনা দিয়েছিল। তাঁদের সঙ্গে দুজন আম নাগরিকও ছিল যারা সেনার হয়ে 'পোর্টার' হিসেবে কাজ করে। তাঁদের মৃত্যু হয়েছে। এই হামলার পিছনে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম রয়েছে বলে মনে করা হচ্ছে। তারাই এই ধরনের ক্রস-বর্ডার হামলা চালাতে দক্ষ। ঘাতক জঙ্গিদের নিকেশ করতে এই মুহূর্তে অভিযান জারি রেখেছে ভারতীয় সেনা। গোটা ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
Very unfortunate news about the attack on the army vehicles in the Boota Pathri area of North Kashmir which has resulted in some casualties & injuries. This recent spate of attacks in Kashmir is a matter of serious concern. I condemn this attack is the strongest possible terms &…
— Omar Abdullah (@OmarAbdullah) October 24, 2024
বৃহস্পতিবারই উপত্যকায় উত্তরপ্রদেশের এক ১৯ বছরের পরিযায়ী শ্রমিককে গুলি করেছে জঙ্গিরা। তার আগে কাশ্মীরের গান্ডেরওয়ালে সুড়ঙ্গ নির্মাণের শ্রমিকদের খুন করার চেষ্টা হয়েছিল। সেই ফুটেজ সামনে এসেছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে গান্ডেরওয়ালের গগনগির এলাকায় দুই পাক জঙ্গি শ্রমিক শিবিরে ঢুকেছিল। তাদের হাতে ছিল একে ৪৭ ও এমকে-১ এর মতো অত্যাধুনিক মার্কিন রাইফেল। যা দেখে সস্পষ্টত বোঝা যাচ্ছে পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই।
পুলিশ সন্ত্রাসী হামলায় জড়িত দুই জঙ্গির ছবি প্রকাশ করেছে। তারা দুজনেই বিদেশি বলে জানা গিয়েছে। গত ১৮ অক্টোবর রাতে শ্রমিক ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। হামলায় সাত জনের মৃত্যু হয়েছে, আহত হন আরও পাঁচ জন। এদিকে উত্তরপ্রদেশের ১৯ বছর বয়সি যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাজে বেরোলে জম্মু-কাশ্মীরের ত্রালের বাতাগুন্দ গ্রামে তাঁর উপর জঙ্গিরা হামলা চালায়। যুবকের হাতে পরপর দুটি গুলি লাগে।