শেষ আপডেট: 27th January 2025 12:07
দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরবর্তী সময়ে একাধিক রোগ নিয়ে চিন্তা বেড়েছে। তার মধ্যে গুলেন ব্যারি সিনড্রোম অন্যতম। স্নায়ুর এই রোগের বাড়বাড়ন্ত নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল অনেক আগেই। এবার পুনের ঘটনায় শঙ্কা আরও বাড়ছে। এদিকে মহারাষ্ট্রে এই রোগে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে দাবি।
মহারাষ্ট্রের সোলাপুরে ৪০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ডায়েরিয়াতে ভুগছিলেন এবং কাশি-সর্দিও ছিল। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, রোগীর অটোপসি করার পর মনে করা হচ্ছে, তার মৃত্যুর প্রাথমিক কারণ গুলেন ব্যারি সিনড্রোম। ইতিমধ্যে মৃতের ভিসেরা নমুনা, রক্ত, মস্তিষ্ক এবং অন্ত্রের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৫ দিন পর সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
পুনেতে গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে হু হু করে ভয় বেড়েছে। কারণ গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। সব মিলিয়ে শহরে আপাতত এই রোগে আক্রান্তের সংখ্যা ১০১। সাধারণত এই রোগে আক্রান্তের সংখ্যা মাসে ২টি ধরা পড়ে। সেই তুলনায় ১০১ সংখ্যাটা রীতিমতো ভয় ধরাচ্ছে।
বর্তমানে আক্রান্তের মধ্যে ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। আক্রান্তের মধ্যে ১৯ জনের বয়স ৯ বছরের কম। ২৩ জন ৫০-৮০ বছর বয়সিদের মধ্যে। পরীক্ষায় ধরা পড়েছে যে, এদের সকলের শরীরে ক্যাম্পিলোবেক্টর জেজুনি ব্যাকটেরিয়া রয়েছে যা গুলেন ব্যারি সিনড্রোমের কারণ।
এই রোগ নিয়ে সাধারণ মানুষের ভয় কিছুটা কমাতে সতর্কতামূলক প্রচার শুরু করেছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের অর্থমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেছেন, সরকারি হাসপাতালে এই রোগে আক্রান্তদের চিকিৎসা বিনামূল্যে করা হবে। এমনিতে এই রোগের চিকিৎসা বেশ খরচসাপেক্ষ। রোগীদের এক ধরনের ইনজেকশন প্রয়োজন হয় যার একেকটির দাম ২০ হাজার টাকা করে।