শেষ আপডেট: 18th February 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৪-তে দিল্লির শিখ বিরোধী দাঙ্গার সময় হিংসায় যুক্ত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাবাসের সাজা ভোগ করছেন কংগ্রেস নেতা সজ্জন কুমার। ওই দাঙ্গার সময় একটি জোড়া খুনের ঘটনায় গত সপ্তাহে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
মঙ্গলবার সেই মামলায় সরকারি আইনজীবী কংগ্রেস নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। সজ্জনের আইনজীবীরা দাবি খণ্ডন করে পাল্টা পিটিশন পেশ করেছেন। দিল্লির নিম্ন আদালতের বিচারক দু'পক্ষের বক্তব্যের উপর আগামী ২১ ফেব্রুয়ারি শুনানি করবেন।
৪০ বছর আগে রাজধানীতে দাঙ্গার সূত্রপাত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত দেহরক্ষীর হাতে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। দেহরক্ষীরা ছিলেন শিখ ধর্মাবলম্বী। ইন্দিরা হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় দেশের বহু এলাকায় শিখ সম্প্রদায়ের উপর হামলা হয়। দিল্লিতে তা মাত্রা ছাড়ায়। কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ ওঠে।
সজ্জন কুমারের বিরুদ্ধে একাধিক হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। দীর্ঘদিন প্রভাব খাটিয়ে আইনের বেড়াজালের বাইরে ছিলেন ওই নেতা। তিন বছর আগে একটি মামলায় তাঁর যাবজ্জীবন কারাবাসের সাজা হয়।
দ্বিতীয় মামলাটি জোড়া খুনের। দিল্লির সরস্বতীনগরে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় তাঁকে প্রধান আসামি করে মামলা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হন সজ্জন। ২১ ফেব্রুয়ারি বিচারক সাজা ঘোষণা করবেন। জানা যাবে ফের যাবজ্জীবন কারাবাসের সাজা নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে।