শেষ আপডেট: 22nd September 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: 'অনেক সমস্যায় ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও।' মা'কে চিঠি লিখে আত্মঘাতী ভোপালের ১৯ বছরের তরুণ। চাকরি না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানাচ্ছে পুলিশ।
মৃতের নাম ধনরাজ আহিরওয়ার। বাড়ি ভোপালের দামখেদা এলাকার সূর্য কলোনিতে। বাড়িতে মা, দাদা ও দুই বোনের সঙ্গে থাকতেন ধনরাজ। বাবা মারা গিয়েছেন। সংসার চালাতে ধনরাজের মা ও বোনেরা পরিচারিকার কাজ করেন ও দাদা দিনমজুরের কাজ করেন।
বাড়িতে শুধুমাত্র ধনরাজ বেকার ছিলেন। চাকরি চেষ্টা করেও পাননি বলে জানিয়েছে পরিবার। এই পরিস্থিতিতে বাড়ির লোকের কাছ থেকে নানা রকম কথা শুনতে হত তাঁকে। বকাঝকাও খেতেন মাঝেমধ্যে।
হতাশ হয়ে শুক্রবার হাল ছাড়লেন মাত্র ১৯ বছর বয়সে। বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর ৩টে নাগাদ ধনরাজের মা বাড়ি ফিরে দরজায় আওয়াজ করেন। কেউ দরজা না খোলায় ধাক্কা দেন অনেকবার। ডাক দেন প্রতিবেশীদের। পরে দেওয়া ভেঙে ঘরে ঢুকে ধনরাজের ঝুলন্ত দেহ দেখতে পায় তারা।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ দেহ উদ্ধারের পর বাড়িতে তল্লাশি চালালে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে মায়ের কাছে ক্ষমা চেয়েছন ধনরাজ। দাদার কাছে মায়ের যত্ন নেওয়ার আবেদনও জানিয়েছেন।
ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে বিষয়গুলি।