শেষ আপডেট: 9th March 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের আলওয়ারে এক ১৮ বছর বয়সী তরুণীকে রাস্তার থাকা কুকুরের একটি দল আক্রমণ করে। তারপরে তিনি গুরুতরভাবে আহত হন। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে জেকে নগর এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। ওই ঘটনা রাস্তার পাশে থাকা একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নব্যা নামে ওই তরুণী হাঁটার সময় ফোনে কথা বলছিলেন। সেই সময় প্রায় ১০টি কুকুর হঠাৎ তার দিকে দৌড়ে এসে তাকে ঘিরে ধরে আক্রমণ করে। কুকুরগুলো তাকে অন্তত আটবার কামড় দেয় এবং মাটিতে ফেলে টেনে নিয়ে যায়।
#Alwar की जेके नगर कॉलोनी में कुत्तों के झुंड ने युवती पर हमला कर दिया जिसका #Video सीसीटीवी कैमरे में कैद हो गया. घटना का वीडियो #SocialMedia पर #Viral हो रहा है! दरअसल, युवती घर के बाहर वॉक कर रही थी इसी दौरान कुत्तों के झुंड ने एक साथ उस पर हमला कर दिया! pic.twitter.com/dAjJJyQMCF
— Khabar Rajasthan (@Khabar_raj) March 8, 2025
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আতঙ্কিত হয়ে নব্যা চিৎকার করছেন, আর কুকুরগুলো তাকে ঘিরে রয়েছে। তারা ক্রমশ তরুণীর গায়ে ঝাঁপিয়ে পড়ছে। সে সময় এক মহিলা স্কুটিতে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি স্থানীয়দের সাহায্যে কুকুরগুলোকে তাড়িয়ে নব্যাকে রক্ষা করেন। "ওরা আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে। আমি সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু সামনে-পেছন থেকে টানতে শুরু করে। আমি মাটিতে পড়ে যাই, তখনও ওরা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। আমি এখনও আতঙ্কে আছি," এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন নব্যা।
স্থানীয় কাউন্সিলর হেতরাম যাদব জানিয়েছেন, এলাকায় রাস্তার কুকুরের সমস্যা নিয়ে বহুবার পৌরসভায় অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, "এই সমস্যা দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।"
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের বাহরাইচে রাস্তার কুকুরের হামলায় ১০ দিনে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ যে শিবপুর ও মহসি ব্লকের গ্রামগুলোতে লাউডস্পিকারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বাসিন্দাদের সন্ধ্যার পর বাইরে গেলে সঙ্গে লাঠি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা ম্যাজিস্ট্রেট মনিকা রানি একটি নির্দেশিকা জারি করে অভিভাবকদের তাদের সন্তানদের একা বাইরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের ঘটনা বন্ধ না হলে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাহরাইচের ১৯২টি গ্রামে কুকুরের আতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে প্রশাসন একটি প্রচার অভিযান শুরু করেছে। প্রধান ভেটেরিনারি অফিসার রাজেশ উপাধ্যায় জানিয়েছেন, সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে ২৪ ফেব্রুয়ারি শিবপুর ব্লকের খৈরিঘাট এলাকায়।
"মাটেরা কালা গ্রামের ১২ বছর বয়সী পিঙ্কি স্কুল থেকে ফিরে মাঠে ঘাস কাটতে গিয়ে কুকুরের আক্রমণের শিকার হয়। চার-পাঁচটি কুকুর তাকে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করে হত্যা করে। পরে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেন," বলেন উপাধ্যায়। এছাড়া, খৈরিঘাটে একটি জলাতঙ্কে আক্রান্ত কুকুর মৃত অবস্থায় পাওয়া গেছে। ফলে এলাকায় জলাতঙ্ক সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে।