শেষ আপডেট: 14th January 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: টানা পাঁচ বছর ধরে লাগাতার ৬০ জনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন কেরালার এক দলিত ক্রীড়াবিদ। বর্তমানে কিশোরীর বয়স ১৮ বছর। ১৩ বছর বয়স থেকে তাঁকে নির্যাতন করা হচ্ছে বলে দাবি অ্যাথলিটের। এতদিন ভয়ে মুখ বন্ধ করে রাখলেও পুলিশের কাছে অভিযোগ জানাতেই এখনও পর্যন্ত মোট ৪৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পাশাপাশি দুই অভিযুক্ত বর্তমানে বিদেশে পলাতক। ইতিমধ্যে তাদের নাগাল পেতে লুক আউট সার্কুলার ও রেড কর্নার নোটিস জারি করার কথা ভাবছেন তদন্তকারীরা। এছাড়াও মামলার সঙ্গে জড়িত আরও ১৩ জনকে শনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এতবছর ধরে নারকীয় অত্যাচার চললেও সম্প্রতি এই বিষয়টি প্রকাশ্যে আসে। নির্যাতিতার অভিযোগ, ১৩ বছর বয়স থেকে নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। স্কুলের স্পোর্টসের আগে প্রশিক্ষণ নেওয়ার সময় বারবার হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। এমনকি সেগুলোর ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হত বলে দাবি নির্যাতিতার। নির্যাতিতার অভিযোগ, কোচ, সহকর্মী ক্রীড়াবিদ, সহপাঠী-সহ একাধিক ব্যক্তির যৌন লালসার শিকার হতে হয়েছে তাঁকে।
এতদিন চুপচাপ সবকিছু সহ্য করলেও সম্প্রতি কেরালার পাথানামথিত্তা এলাকায় 'মহিলা সমাক্য' নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রুটিন কাউন্সেলিংয়ের কাজ করা হচ্ছিল। তরুণীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বললে বিষয়টি সামনে আসে। পাঁচ বছর ধরে তাঁকে কতটা অত্যাচারের শিকার হতে হয়েছে সেসব কথা তিনি শেয়ার করেন সংস্থার কর্মীদের সঙ্গে। পাথানামথিত্তা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে এরপর কথা বলেন কর্মীরা। বিষয়টি তাঁদের জানানো হয়।
অভিযোগ শোনার পর নড়েচড়ে বসে শিশুকল্যাণ কমিটি। তড়িঘড়ি কেরলের দুটি থানায় গত রবিবারের মধ্যে মোট ১৮টি অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন। তাই পকসো এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনেও মামলা দায়ের হয়েছে। নির্যাতিতাকে কাউন্সিলিংয়ের জন্য ইতিমধ্যে মনোবিদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুররু করেছে কেরল পুলিশের ৩০ সদস্যের বিশেষ দল।
জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন তরুণীর যখন ১৩ বছর বয়স, তখন একটি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁকে ধর্ষণ করে। পরে অভিযুক্তের বেশ কয়েকজন বন্ধুও নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালায় বলে খবর।
কেরলের শিশুকল্যাণ কমিটির পাথানামথিত্তা শাখার মুখপাত্র এন রাজীব বলেন, ‘বিষয়টা খুব গুরুতর। মেয়েটির অভিযোগ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে’।
এছাড়াও জানা গেছে, নির্যাতিতা ক্লাস টুয়েলভে পড়ার সময় এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। পরে সেই প্রেমিক তাঁকে পরিত্যক্ত বাগানে নিয়ে গিয়ে পাঁচ বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করে। এখানেই শেষ নয়, নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, গত বছরের জানুয়ারি মাসেও তাঁকে চারজন গণধর্ষণ করে বলে অভিযোগ।