শেষ আপডেট: 26th March 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: ফের কোটায় (Kota) মর্মান্তিক পরিণতি এক ছাত্রের (Student)। হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় হর্ষরাজ শঙ্কর (Harsh Raj Shankar) নামে ১৭ বছর বয়সি পড়ুয়াকে দেখতে পাওয়া যায় বলে খবর। জানা গিয়েছে, মৃত পড়ুয়া কোটার জওহর থানা এলাকার একটি হোস্টেলে থাকতেন। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর।
মঙ্গলবার হোস্টেলের ঘরের মধ্যে থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, হর্ষরাজ বিহারের (Bihar) নালন্দার বাসিন্দা ছিলেন। রাজস্থানের কোটায় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (NEET) প্রস্তুতি নিচ্ছিলেন।
হস্টেলের মালিক পুলিশকে জানিয়েছেন, দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সবার সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয় বলে খবর। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া। ইতিমধ্যে হস্টেলের অনান্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট। মানসিক চাপ সহ্য করতে না পেরে এমন পরিণতি কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
চলতি বছরে এই নিয়ে ৯ জন পড়ুয়া আত্মহত্যা করলেন বলে খবর। জানা গিয়েছে, শুধুমাত্র জানুয়ারি মাসেই মোট ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে কোচিং হাব নামে বিখ্যাত রাজস্থানের এই শহরে।
এদিকে কোটার কোচিং সেন্টারগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে রাজস্থান কোচিং সেন্টার বিল, ২০২৫ বিধানসভায় উত্থাপিত হলেও তা এখনও পাশ হয়নি। বিতর্কের কারণে বিলটিকে বর্তমানে সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে।