শেষ আপডেট: 2nd November 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: বিহারে ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছে চারজন। ঘটনায় আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।
বিহারের ভোজপুর জেলার বড়কাগাঁও গ্রামের ঘটনা। শুক্রবার ভোরবেলা ৩ টের আশেপাশে একটি মুদির দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে। অনেকক্ষণ ধরেই দোকানের মালিক-সহ চারজন দেখতে পান এক কিশোর দোকানের সামনে ঘুরঘুর করছে। চোর সন্দেহে তখনই তাকে মারধর শুরু করেন তাঁরা।
শুধু তাই নয়, রাস্তার লাইটপোস্টের সঙ্গে বেঁধে পেটানো হয় ওই কিশোরকে। দোকানের মালিক বলছেন, তিনি ওই কিশোরকে রাতে দোকান ভাঙার চেষ্টা করতে দেখেছেন। অভিযোগ, কিশোরের মতলবই ছিল চুরি করা।
মৃত কিশোরের ভাই পুলিশকে জানিয়েছে ওই পাঁচজন বেধড়ক মারছিলেন দাদাকে। এমন মেরেছেন যে দাদার গোলা শুকিয়ে গেছিল। একটু জল খেতে চাইলেও তাকে দেওয়া হয়নি। মার খাওয়ার সময় চিৎকার করে গ্রামের লোক জড়ো করার চেষ্টা করেছিল। সবাই মারধর ঠেকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। আধমরা অবস্থায় অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয়।তারপর দোকানের মালিক ও বাকিরা চোর হিসেবে কিশোরকে পুলিশের হাতে তুলে দেয়।
কিশোরের অবস্থা দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু কোনও লাভ হয়নি। ততক্ষণে মারা যায় সে। এরপরই ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দোকান মালিক প্রকাশ শর্মা-সহ চারজন অর্থাৎ অভিষেক শর্মা, দীপক শর্মা এবং ছোটু শর্মাকে গ্রেফতার করে পুলিশ। আরও একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে।