শেষ আপডেট: 6th February 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের নয়ডার চার-চারটি স্কুলে বুধবার সকালেই বোমাতঙ্ক ছড়িয়েছিল। দিনভর স্কুলের কোনায় কোনায় তল্লাশি চালালেও মেলেনি কিছুই। বৃহস্পতিবার ঘটনায় ১৫ বছর বয়সি এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ জানতে পেরেছে স্কুলে না যেতে চেয়েই এমন কাণ্ড ঘটিয়েছে দিল্লির সরিতা বিহারের বাসিন্দা ওই পড়ুয়া। ভিপিএন ব্যবহার করে লোকেশন ও আইপি অ্যাড্রেস লুকিয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠায়। জানা গেছে, ছাত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আগে পুলিশ জুভেনাইল আদালতে হাজির করে।
বুধবার সকালেই উত্তরপ্রদেশের নয়ডার পর পর চারটি স্কুল স্টেপ বাই স্টেপ, দ্য হেরিটেজ স্কুল, জ্ঞানশ্রী এবং ময়ূর স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়ে বলে খবর। সেই বার্তা ছড়িয়ে পড়ার পরই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। শুধু পড়ুয়ারা নন, আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যেও। খবর পাওয়ার পরেই স্কুলগুলিতে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ, বম্ব স্কোয়াড, দমকলবাহিনী। এমনকি, স্কুলে বোমা খুঁজতে স্নিফার ডগও আনা হয়।
পুলিশ জানিয়েছে, স্কুলের পক্ষ থেকে সেক্টর ১২৬ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ২১২, ৩৫১(৪), ৩৫২ এবং আইটি আইনের ৬৭ ডি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশের সাইবার টিম তদন্তে নেমে জানতে পেরেছে, নবম শ্রেণির ওই ছাত্র সমস্ত স্কুলে ভুয়ো ইমেল পাঠিয়েছিল। ছাত্রটি পুলিশকে জানিয়েছে সে বর্তমান অবস্থান এবং আইপি অ্যাড্রেস লুকানোর জন্য ভিপিএন প্রযুক্তি ব্যবহার করে এবং তারপর সমস্ত স্কুলে ইমেল পাঠায়। এছাড়া ভুয়ো ইমেল পাঠানোর আগে সোশ্যাল মিডিয়ায় সে রীতিমতো লেখাপড়াও করে বলে অভিযোগ।