ক্রিকেট ম্যাচ (Cricket Match) চলাকালীন ভারতবিরোধী স্লোগান (Anti India Slogans) দেওয়ার অভিযোগ
শেষ আপডেট: 9th March 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ম্যাচ (Cricket Match) চলাকালীন ভারতবিরোধী স্লোগান (Anti India Slogans) দেওয়ার অভিযোগ। ১৫ বছর বয়সি কিশোর ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হল মামলা। মহারাষ্ট্রের (Maharashtra) সিন্ধুদুর্গ জেলার ঘটনা। জানা গিয়েছে, ছেলেটি মাদ্রাসার পড়ুয়া। নিজে ক্রিকেট খেলা বা ম্যাচ দেখতে একেবারেই আগ্রহী ছিল না। তবুও তার নামে গুরুতর অভিযোগের দায়ে মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ
পুলিশ সূত্রে খবর, ২৩শে ফেব্রুয়ারি, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সিন্ধুদুর্গের মালভানের তারকারলি রোড এলাকায় ছেলেটি ও পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই দম্পতি ও কিশোরকে শিশু সুরক্ষা আদালতে হাজির করা হয়। যদিও বিষয়টি জানাজানি হতেই পরিবারের রোজগারের একমাত্র রাস্তা দোকানঘর ও বাড়ি ভেঙে দেয় নাগরিক কর্তৃপক্ষ।
পাশাপাশি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ক্র্যাপ ডিলারের ভাইয়ের একটি গুদামও ভেঙে ফেলা হয়েছে এবং জমির মালিককে নোটিশও দেওয়া হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ওই পরিবারের অভিযোগ, কিছু নিজেদের মুখের শব্দ ছেলের মুখে জোর করে বসিয়েছে। এরপর তাঁকে ফাঁদে ফেলে বেধড়ক পিটিয়েছে।
যদিও অভিযুক্ত কিশোরের দেওয়া স্লোগানের কোনও অডিও বা ভিডিও ক্লিপ পুলিশের কাছে নেই। ছেলেটি জানিয়েছে, স্থানীয় একটি মসজিদে রাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিল সে। তখন আচমকাই একজন লোক তাকে থামিয়ে নাম জিজ্ঞাসা করে। প্রথমে ভয় পেয়ে তাঁকে মিথ্যা নাম দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও লোকটি থামিয়ে দেন। এরপরই জানতে চান, সে ক্রিকেট ম্যাচ দেখেছি কিনা। উত্তরে ছেলেটি বলে সে ক্রিকেট ম্যাচ দেখে না কারণ এসবে তার সময় বা আগ্রহ কোনওটাই নেই।
ছেলেটির আরও অভিযোগ, ভারত-পাকিস্তান ম্যাচের সময় লোকটি তাকে জিজ্ঞাসা করেছিলেন সে কোন দলের সমর্থক? উত্তরে ভারতের নাম বলে সে। এরপর আচমকাই পিছনে দাঁড়িয়ে থাকা আরেকজনকে ডেকে ওই ব্যক্তি আমাকে দেখিয়ে বলেন আমিই নাকি ভারতবিরোধী স্লোগান দিয়েছি। এরপর আমাকে কয়েকবার চড় মারে।
ছেলেটির ৩৮ বছর বয়সি বাবা দাবি করেছেন যে তাঁর ছেলে নির্দোষ। সে ক্রিকেটে আগ্রহী নয়, ম্যাচও দেখে না। দু'জন সুপরিকল্পিতভাবে ইচ্ছাকরে এমন কাজ করেছে। তিনি আরও জানিয়েছেন, ২০ বছরেরও বেশি সময় ধরে ভাইবোনদের নিয়ে মালভান এলাকায় বসবাস করছেন। কখনও কোনও বিতর্কে জড়ান নি।
তিনি জানিয়েছেন প্রথমে কয়েকজন বাড়িতে এসে অভিযোগ করেন তাঁর ছেলে ভারতবিরোধী স্লোগান দিয়েছে। সে কারণে তাকে মারধর করা হয়েছে। পরে, আরও কয়েকজন এসে বিষয়টি থামাতে অনুরোধ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পর, ৩০-৩৫ জনেরও বেশি লোক বাড়িতে এসে মারধর শুরু করে।