প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 January 2025 06:36
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়-ওড়িশা সীমান্তের গারিয়াবান্দ জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ মাওবাদী খতম হয়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া গুলির লড়াই এখনও চলছে। মঙ্গলবার ছত্তীসগড় পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৪ মাওবাদী মারা গিয়েছে। এদের মধ্যে দুই মহিলা মাওবাদী সদস্যকে সোমবারই খতম করেছিল নিরাপত্তা বাহিনী। মৃতদের মধ্যে এক মাওবাদীর মাথার দাম ছিল ১ কোটি টাকা। জঙ্গল এলাকায় এখনও গুলির লড়াই চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।
ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত এলাকার মৈনপুর থানা এলাকায় জঙ্গল মহলে সোমবার রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রচণ্ড সংঘর্ষ চলে। এই সংঘর্ষে মাওবাদী নিকেশ গঠিত বিশেষ কোবরা বাহিনীর এক কমান্ডার আহত হয়েছেন। সোমবারের অপারেশনে মাওবাদীদের হেফাজত থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, বারুদ ও দেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে ড্রোনের সাহায্য নিয়ে খোঁজ চলছে ঘাপটি মেরে থাকা মাওবাদীদের। প্রায় ৬০ জন মাওবাদী ছত্তীসগড়-ওড়িশা সীমান্তের জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের ধরতে অভিযানে নেমেছে অন্তত ১০০০ আধা সামরিক বাহিনীর জওয়ান। মৃতদের মধ্যে জয়রাম ওরফে চালপতি নামে এক নেতা রয়েছে, যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল কোটি টাকা। ওড়িশার নপাড়া জেলার ৫ কিমি দূরে ছত্তীসগড়ের কুলাড়িঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল। তারপরেই রবিবার রাত থেকে তল্লাশি অভিযানে পুলিশ। সোমবার থেকে শুরু হয় সংঘর্ষ।