দিল্লি পুর নিগমে কিছুদিনের মধ্যেই মেয়র নির্বাচন হওয়ার কথা। আপ আগেই ঘোষণা করে তারা মেয়র পদে লড়াই করবে না।
চলতি বিপর্যয়ের দায় কি অরবিন্দ কেজরিওয়ালের?
শেষ আপডেট: 17 May 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (Delhi) বড় ধাক্কা খেল আম আদমি পার্টি (AAM ADMI PARTY)। দল ছেড়ে নতুন দলও গড়লেন। দলের নাম রাখলেন ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি (Indraprashtha Bikash Party) । নতুন দলের নেতা হেমচন্দ্র গোয়েল।
দিল্লি পুর নিগমে কিছুদিনের মধ্যেই মেয়র নির্বাচন হওয়ার কথা। আপ আগেই ঘোষণা করে তারা মেয়র পদে লড়াই করবে না।
দল গড়ার সিদ্ধান্ত সম্পর্কে ওই কাউন্সিলররা এক বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, ২০২২-এ দল রাজধানীর পৌর পরিষেবা পরিচালনার দায়িত্ব পেলেও নেতৃত্বের গাফলতির কারণে বোর্ড ধরে রাখতে ব্যর্থ হয়। কাউন্সিলদের সঙ্গে দলীয় নেতৃত্বের সমন্বয়ের অভাবই এর কারণ।
বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই আম আদমি পার্টিতে ভাঙন শুরু হয়েছে। চলতি বিপর্যয়ের দায় অরবিন্দ কেজরিওয়ালের উপর চাপিয়ে দল ছেড়েছেন একাধিক নেতা ও বিধায়ক। বিধানসভা ভোটে আগে টিকিট না পেয়েছেও বেশ কয়েকজন আপ বিধায়ক দল ছাড়েন।