দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের কিশোরীকে জোর করে বিয়ে (Forcibly Married) দেওয়ার পর তার স্বামী ও পরিবারের সদস্যরা গায়ের জোরে, রীতিমতো কাঁধে করে তাকে তুলে নিয়ে গেল। তামিলনাড়ুর হোসুর সংলগ্ন থিম্মাথুর গ্রামের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর বাড়িতেই থাকত। ৩ মার্চ, পরিবারের সিদ্ধান্তে কর্নাটকের কালিকুট্টাই গ্রামের ২৯ বছর বয়সি যুবক মাদেশের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় তার। বিয়ের অনুষ্ঠান হয় বাড়ি থেকে দূরে, বেঙ্গালুরুতে।