শেষ আপডেট: 17th October 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে শোভাযাত্রায় তারস্বরে বাজছিল ডিজে। আওয়াজের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শব্দের কারণে মর্মান্তিক পরিণতি ১৩ বছরের এক কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম সমীর বিল্লোর। সম্প্রতি বাড়ির কাছ দিয়ে শোভাযাত্রা যাওয়ার সময় বক্সের শব্দে আর পাঁচজনের সঙ্গে নাচতে শুরু করেছিল সে। কিছুদূর যাওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়ে সমীর। বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলে খবর।
নাচতে নাচতে কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলেও সেদিকে বাকিরা নজরই দেননি বলে অভিযোগ। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর বিষয়টি প্রথমে নজরে আসে সমীরের মা যমুনা দেবীর। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি ছেলেকে বাঁচানোর কাতর আর্জি জানালেও লাভের লাভ হয়নি।
পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বছর তেরোর কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। সমীরের মা জানিয়েছেন, তাঁর ছেলের হার্টে সমস্যা ছিলই। বক্সের আওয়াজ সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছেলের।
মৃতের বাবা কৈলাস বিল্লোরের অভিযোগ, অতিরিক্ত জোরে শোভাযাত্রায় বক্স বাজানোর কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শোভাযাত্রা বন্ধ করে দেয় বলে খবর। পুলিশ জানিয়েছে, বারবার প্রচার করলেও ভোপালে শব্দের দাপট কিছুতেই কমানো যাচ্ছে না। সুপ্রিম কোর্ট শব্দের মাত্রা বেধে দেওয়ার পরও কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।