Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধা
Telangana Chemical Factory Blast News

তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ১৩, মোদী-রাহুলের শোকবার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন।

তেলঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে ১৩, মোদী-রাহুলের শোকবার্তা

প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

শেষ আপডেট: 30 June 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে তেলঙ্গানার সঙ্গারেড্ডি জেলার শিল্পাঞ্চলীয় এলাকায় একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে সন্ধ্যা পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। রাসায়নিক ও আগুনে ঝলসে আরও বহু কর্মী গুরুতর জখম হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

পদস্থ এক পুলিশ কর্তা জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। তীব্রতা এতটাই ছিল যে, কয়েকজন বিস্ফোরণের জেরে উড়ে গিয়ে প্রায় শখানেক মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। কারখানার বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়ে এবং সংলগ্ন একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার বেশিরভাগ কর্মী ও শ্রমিক ছুটে বাইরে বেরিয়ে এলেও এখনও কয়েকজনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টি দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং জখমের সংখ্যা বহু বলে পুলিশ জানিয়েছে। ভেঙে পড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ এখনও চলছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় সেখানে অন্তত শখানেকের বেশি শ্রমিক ও কর্মী ছিলেন।

জেলাশাসক ও এসপি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে আগুন নেভানো ও উদ্ধারকাজের তদারক করছেন। তাঁরা জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজ ও খাবারে মেশানোর রাসায়নিক তৈরি হতো। বিস্ফোরণের জেরে গোটা এলাকা রাসায়নিক ধোঁয়ায় ঢেকে যায়। তাতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাই পুলিশ-প্রশাসন দ্রুত আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়।


ভিডিও স্টোরি