শেষ আপডেট: 29th October 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালির আগে ভয়ঙ্কর দুঃসংবাদ। রাজস্থানের সিকরে একটি কালভার্টে ধাক্কা খেয়ে উল্টে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের পর এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সালাসার থেকে বাসটি আসছিল। পথে সিকর জেলার লক্ষ্মণগড়ে একটি ধাক্কা খায় বাসটি। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি হাসপাতালের সুপার মহেন্দ্র খিচাড় জানান, দুর্ঘটনায় ১২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে আসা বাসটি একটি কালভার্টের দেওয়ালে ধাক্কা মারে। ধাক্কা মারার গতি এতটাই তীব্র ছিল যে, বাসটি বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় জখমের সংখ্যা প্রায় ৩০। ৭ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।