শেষ আপডেট: 6th February 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: একাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে গিরিডিহ জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে একটি গাছে ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার রামকুমার যাদব, ধনওয়ার থানা এলাকার ভরোনা গ্রামের বাসিন্দা। তবে কী কারণে ছাত্রের এমন পরিণতি তা জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টি নিছকই আত্মহত্যা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানার চেষ্টা চলছে।
এর আগেও ঝাড়খণ্ডের এই স্কুল খবরে এসেছে। র্যাগিং হোক বা মারামারি এমনকি পড়ুয়াদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে। তবে সাতসকালে একাদশ শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধারে শোকের ছায়া এলাকায়।
এদিন সকালে বিষয়টি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষ গান্ডে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ছাত্রের পরিবারকে স্কুলের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছাত্রটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্কুলের কারও সঙ্গে ছাত্রটির শত্রুতা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারই স্কুলের অধ্যক্ষ এবং হোস্টেল ওয়ার্ডেনের প্রাথমিক বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। পাশাপাশি ছাত্র, শিক্ষক এবং অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে এসেছিল পড়ুয়া। অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে সে। কীভাবে এমন কাণ্ড ঘটল তা বুঝতে পারছি না। স্কুল থেকেই বিষয়টি ফোন করে জানানো হয়। তবে আত্মহত্যার দাবি উড়িয়ে পরিবারের অভিযোগ, এমন সিদ্ধান্ত নিতেই পারে না ছেলে।