শেষ আপডেট: 22nd January 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশার জের। আর তার জেরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কর্নাটকে। জানা গেছে, বুধবার ভোরের দিকে উত্তর কন্নড় জেলায় ৬৩ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ফলবোঝাই ট্রাক।
শেষ পাওয়া খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১৫ জন। পুলিশ সূত্রে খবর, এদিন প্রচুর ফল নিয়ে প্রায় ৩০ জন বিক্রেতা এল্লাপুরার দিকে যাচ্ছিলেন ট্রাকে চেপে। তখনই জাতীয় সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা।
জানা গেছে, সামনে থাকা গাড়িকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে পাননি চালক। রাস্তার পাশে কোনও গার্ড না থাকায় রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে ট্রাকটি।
স্থানীয় একটি মেলায় ফল বিক্রি করতে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হুবলির কেআইএমএস হাসপাতালে ভর্তি করানো হয়। ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত ও আহতদের পরিবারকে খবর পাঠাচ্ছে পুলিশ।
#WATCH | Karnataka | 10 died and 15 injured after a truck carrying them met with an accident early morning today. All of them were travelling to Kumta market from Savanur to sell vegetables: SP Narayana M, Karwar, Uttara Kannada
— ANI (@ANI) January 22, 2025
(Visuals from the spot) https://t.co/hJQ84aljHw pic.twitter.com/dVtNEKQna7
অন্যদিকে, আরেকটি পৃথক পথ দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়া-সহ মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রায়চুর জেলার ঘটনা। জানা গেছে পুজো দিতে যাওয়ার সময় গাড়ি পালটি খেয়ে ঘটে যায় দুর্ঘটনা।