শেষ আপডেট: 11th February 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার ৫৪৩ জন এমপির মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধে যুক্ত থাকার মামলা রয়েছে। আশ্চর্যজনকভাবে আনুপাতিক হিসাবে এই তালিকায় এক নম্বরে আছে কেরল। রাজ্যের ২০ জন সাংসদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে কোনও না কোনও ফৌজদারি মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বাংলার অর্ধেক সাংসদও নানা অপরাধে অভিযুক্ত। এমএলএ-এমপি আদালতে তাঁদের মামলা বিচারাধীন।
সুপ্রিম কোর্টে একটি মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান পেশ করেছে আইন ও বিচার মন্ত্রক। সংশ্লিষ্ট মামলায় শীর্ষ আদালতে দাবি করা হয়েছে, সাত বছর বা তার বেশি কারাবাসের বিধান রয়েছে এমন মামলায় অভিযুক্তদের নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করা হোক।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছে। এই মামলায় অন্যতম মামলাকারী বিজেপির আইনজীবী সাংসদ অশ্বীনি উপাধ্যায়। বর্তমানে দু বছর বা তার বেশি সময় কারাবাসের সাজা হলে তবেই নির্বাচনে অংশ নিতে বাধা আছে। কারাবাসের পর আরও ছয় মাস নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।
শীর্ষ আদালতে পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সাংসদদের ১০৭ জনের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে যে তারা দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর বা তার বেশি কারাবাসের সাজা হতে পারে। সেক্ষেত্রে তাঁদের সাংসদ পদ বাতিল হয়ে যাবে। অবশ্য রাহুল গান্ধীর মতো উচ্চ আদালতে আপিল করে সাংসদ পদ ফিরে পাওয়ার সুযোগও রয়েছে।