শেষ আপডেট: 14th December 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি ছিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের ছেলে। হাসপাতালের এমনই ইঁদুরের উপদ্রপ, যে সেই ইঁদুরের কামড়েই মৃত্যু হল তার। জানা যাচ্ছে ছেলেটির পায়ে ইঁদুর কামড়ায়। তার পরই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। যদিও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট সন্দীপ জাসুজা জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সারা শরীরে আলসার হয়ে যায়।
ইঁদুরের কামড় প্রসঙ্গে তিনি বলেন, শিশুটির মা ইঁদুর দেখেছেন কিন্তু এরপর আর ইঁদুর দেখা যায়নি।
সূত্রের খবর, ১০ বছরের শিশুটি ক্যান্সারের ভুগছিল। স্বাস্থ্যের অবনতি হওয়ায় ১১ ডিসেম্বর তাকে প্রতাপনগরের রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালেই পরিবারের লোকজন ছেলের গা থেকে কম্বল সরাতে গিয়ে দেখে একটি ইঁদুর পালিয়ে যাচ্ছে। ছেলেটির পায়ের আঙুল দিয়ে রক্ত বেরোতে শুরু করে।
পরিবারের অভিযোগ এই যে, হাসপাতালে উপস্থিত নার্সিং স্টাফদের গোটা বিষয়টি জানালে তাঁরা ছেলেটির পায়ে ব্যান্ডেজ বেঁধে দায় ঝেড়ে ফেলেন। পরিবারের লোকজনের দাবিও ইঁদুরের কামড়েই ছেলের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর।