শেষ আপডেট: 8th November 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে পরপর ২৫টি বাঘ নিখোঁজ হয়ে যাওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছিল। বন দফতর এর তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করে। তবে ইতিমধ্যে ১০টি বাঘের খোঁজ পাওয়া গেছে বলে খবর। জঙ্গলে থাকা একাধিক ক্যামেরায় বাঘগুলি ধরা পড়েছে।
রণথম্ভোরে ৭৫টি বাঘ-বাঘিনী থাকে। তাদের মধ্যে থেকেই ২৫টির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না গত ১ বছর ধরে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই রাজ্যের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায় তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। আগামী দু-মাসের মধ্যেই সেই কমিটি রিপোর্ট দেবে। তার আগে ১০টি বাঘের খোঁজ পাওয়া অত্যন্ত সুখবর বলে জানিয়েছে বন দফতর।
জাতীয় উদ্যানে এমনিতেই অনেক ক্যামেরা থাকে বাঘদের ওপর নজরদারির জন্য। বন দফতর প্রাথমিকভাবে মনে করেছিল, বাঘগুলি নিখোঁজও হয়নি, মারাও যায়নি। কোনও ভাবে হয়তো জাতীয় উদ্যানের মধ্যে থাকা ক্যামেরাগুলিতে ধরা পড়ছে না। অবশেষে ১০টি বাঘের খোঁজ মেলায় বন দফতর আশাবাদী খুব দ্রুত বাকি বাঘদেরও খোঁজ পাওয়া যাবে।
আসলে বর্ষার কারণে জঙ্গলের একাধিক ক্যামরা বেশ কিছুদিনের জন্য বন্ধ করা ছিল। এখন আবার নতুন করে সেই ক্যামেরা চালু হওয়ার পরই ১০টি বাঘকে ট্র্যাপ করা সম্ভব হয়েছে। রণথম্ভোর থেকে বাঘ উধাও হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৩টি বাঘ নিখোঁজ হয়ে গেছিল।
পবন কুমার উপাধ্যায় জানিয়েছিলেন, বিগত কয়েক মাস ধরে বাঘেদের নিখোঁজ হয়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে এতদিনেও এর সঠিক কারণ খুঁজে বের করতে পারেননি তাঁরা। জাতীয় উদ্যানের মধ্যে থেকে কীভাবে বাঘগুলি বেরিয়ে অন্যত্র যেতে পারে সেটাও কেউ বুঝে উঠতে পারছিলেন না। এখন জানা গেল তারা জঙ্গলের মধ্যেই কোনও 'গোপন' জায়গাতেই ছিল।