Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণ ও খুন: তিন যুবককে ফাঁসির সাজা শোনাল আদালতভাঙড়ে বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, মৃত শওকতঘনিষ্ঠ বলে দাবিএইচআইভি মোকাবিলায় মার্কিন অর্থসাহায্য বন্ধ, বাড়বে মৃত্যু! ‘সিস্টেমিক শক’ বলছে রাষ্ট্রসঙ্ঘ'সর্বজনীন গণেশোৎসব' এবার থেকে রাজ্য উৎসব: সরকারি স্বীকৃতি দিল মহারাষ্ট্র সরকারদিল্লিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার! সবটাই পরিকল্পনা মাফিক, বললেন মমতাViral Optical Illusion: ভিতরের ছবিতে লুকিয়ে থাকা ‘৫’ কি মাত্র ৭ সেকেন্ডে খুঁজে পাওয়া যাবে?ভারত বুঝেছে তারা সামরিক দিক থেকে পিছিয়ে, তাই গোপন হামলা বাড়িয়ে দিয়েছে: পাক সেনাপ্রধান মুনিরমহাকাশ থেকে ২৩০ বার সূর্যোদয় দেখলেন শুভাংশু, পাড়ি দিয়ে ফেললেন ১০০ লক্ষ কিমি পথPost Office: ডাকঘরে প্রযুক্তির ছোঁয়া, দু’দিন বন্ধ থাকবে পরিষেবাবিহারে হচ্ছে, বাংলাতেও হবে! ভোটার লিস্টের রিভিশন নিয়ে আশার আলো দেখছেন শুভেন্দু
Operation Sindoor

Operation Sindoor: জঙ্গিদের শেষকৃত্যে সামিল পাক অফিসার-সেনাদের পরিচয় প্রকাশ করল ভারত

'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) নিহত জঙ্গিদের শেষকৃত্যে দেখা গিয়েছে পাকিস্তানের পুলিশ আধিকারিক ও সেনার সদস্যদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল। বিভিন্ন মহলে নিন্দার ঝড়। এবার তাদের পরিচয় প্রকাশ্যে আনল ভারত।

Operation Sindoor: জঙ্গিদের শেষকৃত্যে সামিল পাক অফিসার-সেনাদের পরিচয় প্রকাশ করল ভারত

ভাইরাল ছবি

শেষ আপডেট: 12 May 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ত্রিস্তরীয় সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) নিহত জঙ্গিদের শেষকৃত্যে দেখা গিয়েছে পাকিস্তানের পুলিশ আধিকারিক ও সেনার সদস্যদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল। বিভিন্ন মহলে নিন্দার ঝড়। এবার তাদের পরিচয় প্রকাশ্যে আনল ভারত (India)।

মঙ্গলবার গভীররাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটিতে প্রত্যাঘাত হানে ভারত। একযোগে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)।

পাঁচজন পাক শীর্ষ আধিকারিকদের নাম ও ছবি প্রকাশ করেছে ভারত। লেফট্যানেন্ট জেনারেল ফায়াজ হুসেন শাহ, মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাবির, পাঞ্জাব পুলিশের ইনস্পেক্টর জেনারেল উসমান আনোয়ার এবং একজন রাজনীতিবিদ মালিক শোয়েব আহমেদ।

'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম লস্কর-ই-তইবা'র জঙ্গি হাফিজ আবদুল রাউফ। জঙ্গিদের দেহ পাকিস্তানের পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিস সইদও শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক এবং সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে পাকিস্তানের এই আচরণের নিন্দা করা হয়।  

তবে পাকিস্তানের তরফে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ভারতের হামলায় পাক নাগরিকদের মৃত্যু হয়েছে। তাঁদের শেষ শ্রদ্ধা জানাতেই জাতীয় পতাকায় সম্মান জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের লক্ষ্যস্থল ছিল সুনির্দিষ্ট ৯টি জায়গা (India-Pakistan Conflicts)। তার প্রতিটিই আগে একাধিক সন্ত্রাসী পরিকল্পনা ও অনুপ্রবেশ চেষ্টার সঙ্গে যুক্ত ছিল। এই ঘাঁটিগুলিকে কৌশলগত মূল্যায়নের মাধ্যমে বাছাই করা হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে অন্যতম বাহাওয়ালপুর এবং মুরিদকে।

রবিবার সাংবাদিক সম্মেলনে 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য তুলে ধরে ভারতীয় সেনা। তাঁরা দাবি করে, এই অভিযানে কমপক্ষে ১০০ জঙ্গির নিকেশ হয়েছে।' এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, 'ভারত খুব সতর্কভাবে জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করেছিল। বড় ধরনের ক্ষতি হয়, সেইভাবেই হামলা চালিয়েছে বায়ুসেনা। ভাগলপুরের জঙ্গিঘাঁটিতে হামলা করা হয়, মুরিদকে লস্করের ঘাঁটি ছিল, সেখানেও সতর্কভাবেই প্রত্যাঘাত করা হয়েছিল।' উপগ্রহচিত্রের মাধ্যমে অভিযান ব্যখ্যাও করেন তিনি।

পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল। 'অপারেশন সিঁদুর' তারই জবাব। সন্ত্রাস দমন করতে এবং অভিযুক্তদের শাস্তি দিতেই 'অপারেশন সিঁদুর'  (Operation Sindoor) অভিযান চালানো হয়। ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হলেও এখনও থামেনি 'অপারেশন সিঁদুর, জানিয়ে দিয়েছে বায়ুসেনা। ভিডিও প্রকাশ করে কড়া বার্তাও দেওয়া হয়েছে।
 


ভিডিও স্টোরি