শেষ আপডেট: 16th August 2024 10:25
দ্য ওয়াল ব্যুরো: ২০টি শহরের মধ্যে চালু ছিল বিমান চলাচল। কোনও কোনও বিমান সংস্থা সপ্তাহে সাতদিনই দিনে একাধিক বিমান চালাতো।
সে সবই মাত্র সাড়ে সাত মাস আগের কথা। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে চালু হওয়া অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর ইতিমধ্যেই অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে।
এ বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা রুটে বিমান চালাতে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, পাটনা-সহ ২০টি শহরের সঙ্গে শুরু হয়েছিল বিমান চলাচল। ৩০ জানুয়ারি বিমানবন্দর উদ্বোধনের পর অযোধ্যায় রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই অযোধ্যা বিমানবন্দর এখন বিমানের অভাবে খাঁ খাঁ করছে। ২০টির জায়গায় মাত্র সাতটি শহরের সঙ্গে বিমান চলাচল করছে এখন। কলকাতা, বেঙ্গালুরু, পাটনার মতো ১৩টি শহরের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হলেও কোনও বিদেশি বিমান নামেনি সেখানে। বিদেশি বিমানের জন্য পৃথক রানওয়ে তৈরির প্রকল্পও আপাতত বন্ধ রাখা হয়েছে।
সরকারি সুত্রের খবর, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সংস্থাগুলিকে নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও সাড়া মেলেনি।
বিমানবন্দর সুত্রের খবর, যাত্রী কমে যাওয়ার প্রধান কারণ, রাম মন্দির দর্শনকে ঘিরে যতটা আগ্রহ তৈরি হবে মনে করা হয়েছিল, ততটা হয়নি।
বিমান যাত্রী কমে যাওয়ার আরও একটি কারণ নিয়ে চর্চা চলছে। তা হল, অযোধ্যার পরিকাঠামো। মন্দির উদ্বোধনের আগে যে সব রাস্তাঘাট তৈরি হয়েছিল তার অনেকটাই ভেঙে গিয়েছে। বিপন্ন নিকাশি ব্যবস্থা। এই পরিস্থিতিতে পয়সাওয়ালা পূণ্যার্থীরা অযোধ্যায় যাচ্ছেন কম।
খাস অযোধ্যায় যে রামকে উন্মাদনায় ভাটা পড়েছে সেটা টের পাওয়া গিয়েছিল লোকসভা ভোটের ফলাফলে। অযোধ্যা তথা ফৈজাবাদে হেরে গিয়েছে বিজেপি। জিতেছে সমাজবাদী পার্টি।