শেষ আপডেট: 28th September 2024 20:39
দ্য ওয়াল ব্যুরো: নেকড়ের দাপটে আগেই ঘুম উড়েছে মানুষের। দিন হোক বা রাত প্রাণ বাঁচানোই দায়। এবার বনরক্ষীকে কামড়ানোর দায়ে তিন বছর বয়সি এক চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে যোগীরাজ্যের বিজনোরে।
সূত্রের খবর, শুক্রবার রাতে তিন ছেলেমেয়েকে নিয়ে বাড়ির পিছনে একটি টিউবওয়েলে জল আনতে যান সুরেন্দ্র নামে ওই বনকর্মী। কাছেই একটি আম গাছের ডালে বসে পুরো বিষয়টি নজরে রাখছিল চিতাবাঘটি। পরে সুযোগ বুঝে আচমকাই ওই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে মানুষখেকো চিতাবাঘটি। ঘটনায় গুরুতর আহত হন সুরেন্দ্র।
বিষয়টি নজরে আসতেই পাল্টা চিতার উপর চড়াও হন স্থানীয়রা। এরপর লাঠিসোঁটা দিয়ে ‘মানুষখেকো’কে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।
ডিভিশনাল ফরেস্ট অফিসার জ্ঞান সিং জানান, চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়তেই পিছন থেকে মানুষখেকোর একটি পা ধরে টানতে থাকে সুরেন্দ্রর এক মেয়ে। প্রায় দশ মিনিট চিতাবাঘের সঙ্গে লড়াইয়ের পর গ্রামবাসীরা এসে সুরেন্দ্রকে প্রাণে বাঁচান। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।’
এমনিতেই যোগীরাজ্যের বাহরাইচের মানুষ নেকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিশু হোক বা বয়স্ক নেকড়ের হামলায় প্রাণ যাচ্ছে অনেকেরই। এবার চিতাবাঘ মৃত্যুর ঘটনায় শোরগোল উত্তরপ্রদেশে।