শেষ আপডেট: 3rd August 2024 07:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলার সঙ্গে উত্তর-পূর্বের যোগাযোগ আরও সুগম হতে চলেছে। খড়গপুর থেকে মুর্শিদাবাদ, দীর্ঘ ২৩১ কিলোমিটার রাস্তায় হাইস্পিড করিডর তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র।
৪ লেনের এই হাইস্পিড করিডর নির্মাণে ব্যয় হবে ১০হাজার ২৪৭ কোটি টাকা। কাজটি করবে ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গেও উত্তর-পূর্বের যোগাযোগ আরও সুদৃঢ় যেমন হবে তেমনি এই করিডর তৈরি হলে আর্থিক উন্নয়নও হবে।
এনএইচএআই সূত্রের খবর, ২০২৮ সালের মধ্যে চার লেনের এই হাই স্পিড করিডর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার ৬টি জেলার ওপর দিয়ে যাবে এই অর্থনৈতিক করিডর।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আরও সাতটি রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। গুজরাতে ১০ হাজার ৫৩৪ কোটি টাকা ব্যয়ে ৬ লেন রাস্তা তৈরি করা হবে। নাসিকের ফাটা থেকে পুণের খের পর্যন্ত হাইস্পিড রাস্তা নির্মাণে বিনিয়োগ করা হবে ৭ হাজার ৮২৭ কোটি টাকা। ৩ হাজার ৯৩৫ কোটি টাকা খরচ করে অযোধ্যার চারপাশে রিংরোড নির্মাণ করা হবে।
একইভাবে গুয়াহাটি শহরের চারপাশেও রিংরোড নির্মাণে ব্যয় হবে ৫ হাজার ৭২৯ কোটি। কানপুর শহরের চারপাশেও তৈরি হবে রিং রোড। খরচ হবে ৩ হাজার ২৯৮ কোটি টাকা। ৪ হাজার ৬১৩ কোটি টাকা ব্যয়ে আগ্রা- গোয়ালিয়রে তৈরি হবে হাইস্পিড ৬ লেন করিডোর। সম্প্রসারণ করা হবে রায়পুর- রাঁচি এক্সপ্রেসওয়ের একটি অংশও। এতে ব্য়য় হবে ৪ হাজার ৪৭৩ কোটি টাকা।