শেষ আপডেট: 9th September 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: নতুন ফাঁদ পেতে ৪ কোটি টাকার জালিয়াতি রাজস্থানের গ্যাঙের। UPI ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কায়দা শুনলে চমকে যেতে হয়। এপর্যন্ত এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১.৭২ লাখ নগদ টাকা সঙ্গে ৫০ লাখের বৈদ্যুতিন সামগ্রী।
হায়দরাবাদে বেশ কয়েকটি দোকান রয়েছে বাজাজ ইলেক্ট্রনিক্সের। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে শহরের সায়বারাবাদ, হায়দরাবাদ, রাচাকোন্ডা ও অন্যান্য থানায় বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রত্যেকটা ঘটনার মোডাস অপারেন্ডি প্রায় এক। তারপরই জাল গোটাতে শুরু করে পুলিশ। জানা যায়, ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে একটি গ্যাঙ। যাদের কিছু লোক রাজস্থানে ও কিছু লোক হায়দরাবাদে থাকে।
জানা যায়, হায়দরাবাদে বাজাজ ইলেক্ট্রিনিক্সের বেশ কয়েকটি শোরুমে কিছু লোক এসে সম্প্রতি টিভি, ফ্রিজ-সহ বেশ কিছু জিনিস কেনে। UPI পেমেন্ট করবে বলে স্ক্যানার চায়। তারপর সেটা পাঠায় রাজস্থানের কাউকে। পেমেন্ট হয়ে যায় দোকানে এবং সামগ্রীগুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় ক্রেতারা।
জিনিসপত্র পেয়ে যাওয়ার পরই শুরু হয় আসল খেলা। যে টাকা ট্রান্সফার করা হয়েছিল, সেই টাকা ব্যাঙ্কে ডিসপুট ট্রান্সকশন দেখিয়ে ক্যাশব্যাকের দাবি জানানো হয়। এর ফলে ব্যাঙ্ক তো টাকা দিয়েই দেয়। যে সামগ্রী তারা কিনেছিল, সেটাও পরে বিক্রি করে তা থেকে টাকা রোজগার করে সবার মধ্যে ভাগ করে নেয়।
এসব জানতে পেরে তাজ্জব পুলিশও। নতুন এই প্রতারণা নিয়ে সচেতনতামূলক বার্তা দিতে শুরু করেছেন তাঁরা। ঘটনায় ২০-২৫ বছর বয়সী ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমরাজ, সুনীল, শারওয়ান, শিবলাল, রমেশ, শ্রাবণ, পাপ্পু রাম, শ্রাভন, রাকেশ, রমেশ ও অশোক কুমারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।